ওবায়দুল কাদেরের চড় থাপ্পড় কাণ্ড - এমপি ছানোয়ারকে মারধর

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: এমপি ছানোয়ার হোসেনকে চড় থাপ্পড় মেরে আলোচনায় আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন ঘটেছিল এমন ঘটনা?

ওবায়দুল কাদেরের চড় থাপ্পড় কাণ্ড - এমপি ছানোয়ারকে মারধর
ওবায়দুল কাদেরের চড় থাপ্পড় কাণ্ড - এমপি ছানোয়ারকে মারধর


এবার চড় থাপ্পড় কাণ্ডে আলোচনায় ওবায়দুল কাদের – কেন টাঙ্গাইলের সাবেক এমপি ছানোয়ার হোসেনকে চড় থাপ্পড় মেরেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? এ নিয়ে চলছে নানা আলোচনা। ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি, তখনকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজশাহী সফর শেষে যমুনা রিসোর্টে বিশ্রাম নিতে গিয়েছিলেন। সেখানেই ঘটেছিল চড় থাপ্পড় কাণ্ড

ওবায়দুল কাদেরকে বিশ্রাম নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন তখনকার টাঙ্গাইল-৪ আসনের এমপি হাসান ইমাম খান (সোহেল হাজারী)। কিন্তু রিসোর্টে পৌঁছানোর পর কাদের মেজাজ হারান। রিসোর্টে গিয়ে তিনি দেখে অবাক হন যে, সেখানে অনেক নেতাকর্মী উপস্থিত। এতে তার মেজাজ খারাপ হয়। সবচেয়ে বড় সমস্যা ছিল সোহেল হাজারী সেখানে উপস্থিত না থাকায়, যার ফলে কাদের আরও বেশি ক্ষিপ্ত হন। সোহেল হাজারী জানান, তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে টুঙ্গিপাড়ায় গেছেন এবং এমপি ছানোয়ার হোসেনকে দায়িত্ব দিয়ে গেছেন।

এসময় রিসোর্টে উপস্থিত স্লোগান চলছিল যা ওবায়দুল কাদেরের আরও ক্ষিপ্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। চড়থাপ্পড় কাণ্ড ঘটে সেই মুহূর্তে যখন ছানোয়ার হোসেনকে, যা উপস্থিত সবার সামনে ঘটে। লোকজন হতবাক হয়ে যায় এবং এমপি ছানোয়ার হোসেনের গালে চড় থাপ্পড় মারার পর কাদের সেখান থেকে দ্রুত ঢাকায় চলে যান।

এ ঘটনায় নেতাকর্মীরা মর্মাহত এবং হতবাক হয়ে যান। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কেন সোহেল হাজারী আমন্ত্রণ জানিয়ে মাজার জিয়ারত করতে চলে গিয়েছিলেন? এই ঘটনা নিয়ে এখনও বিস্তৃত আলোচনা চলছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top