দেশ ছাড়ছেন নুসরাত ফারিয়া, ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন লন্ডনে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: নায়িকা নুসরাত ফারিয়া এবার অভিনয়ের পাশাপাশি ব্যারিস্টারি পড়তে লন্ডনে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে দেশ ছাড়বেন তিনি।

দেশ ছাড়ছেন নুসরাত ফারিয়া, ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন লন্ডনে
দেশ ছাড়ছেন নুসরাত ফারিয়া, ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন লন্ডনে


ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া এবার অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে যুক্তরাজ্যে ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’ সম্পন্ন করেছেন। এবার বার অ্যাট ল করতে চলতি বছরের সেপ্টেম্বরে দেশ ছাড়বেন এই গ্ল্যামার গার্ল।

অভিনয়ের পাশাপাশি নুসরাত ফারিয়া শিক্ষাজীবনেও বেশ মনোযোগী। ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেও তিনি চার বছরের এলএলবি সম্পন্ন করে সেকেন্ড ক্লাস অর্জন করেছেন। এবার তার লক্ষ্য ব্যারিস্টার হওয়া

নুসরাত ফারিয়া বলেন, “অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার বার অ্যাট ল পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণ করতে চাই।”

আইনি পেশায় যোগ দেবেন কি না?—এমন প্রশ্নে তিনি বলেন, “আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।”

তবে অভিনয় ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি ‘জ্বীন থ্রি’ সিনেমার শুটিং করছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল

🎥 নুসরাত ফারিয়ার ক্যারিয়ারের সংক্ষিপ্ত ঝলক

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় ফারিয়ার। এরপর তিনি বাদশা দ্য ডন, হিরো ৪২০, বস টু, ইন্সপেক্টর নটি কে, শাহেনশাহ-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

এ ছাড়া গায়িকা হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার গাওয়া ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ এবং ‘হাবিবি’ গানগুলো ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top