সেবা ডেস্ক: রমজান মাসে হাইকোর্টের বিচারকাজের নতুন সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় শুরু হবে, আর শেষ হবে বিকেল সোয়া ৩টায়।
পবিত্র রমজান মাসে হাইকোর্টের বিচারকাজের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট এই মাসে বিচারকাজ শুরু করবে সকাল সাড়ে ১০টায়, এবং বিচারকাজ শেষ হবে বিকেল সোয়া ৩টায়।
আরও পড়ুন:
এছাড়া, রমজান মাসে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
এই সময়ে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের জোহরের নামাজের বিরতি থাকবে।
এদিকে, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে, এ বছর রোজা শুরু হতে পারে ২ বা ৩ মার্চ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।