জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জেলা প্রতিনিধি: ‘সমৃদ্ধ হইক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে।

জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত
জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত


বুধবার দুপুরে এ উপলক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান রামেন্দ্র সরকার সুমিতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপনা, সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষক ইমরান হোসেন, কবি সাযযাদ আনসারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া নিয়ে এত বেশী প্রতিযোগীতায় লিপ্ত যে তাদের পাঠাগারে এসে বই পড়ে আনন্দ লাভের জন্য কোন সময় নেই। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, কবিতা, সাহিত্য, গবেষণাধর্মী, সাধারণ জ্ঞানসহ অন্যান্য বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করতে অভিভাবক ও শিক্ষকদের উৎসাহ দিতে হবে। বিভিন্ন সৃজনশীল প্রতিযোগীতা আয়োজন করতে হবে যেন শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই ছাড়াও বিভিন্ন বই পড়ার আগ্রহ তৈরি হয়। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top