সেবা ডেস্ক: নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হালনাগাদ ভোটার তালিকা, নিরাপত্তা ও নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
![]() |
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন প্রস্তুতি চলছে |
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। কমিশনের লক্ষ্য হচ্ছে একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন নিশ্চিত করা। এ জন্য তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকল মহলের সহায়তা কামনা করেন।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের নালী কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি
নির্বাচন কমিশনার বলেন, "ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। জনগণের চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই।" তিনি আরও বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যেসব সুপারিশ আসবে, সেগুলো বাস্তবায়ন করা হবে।
ভোটার তালিকার হালনাগাদ ও নিরাপত্তা ব্যবস্থা
কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে প্রায় ১৬ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনার ফলে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল হবে। এতে ভোট কারচুপির সুযোগ কমবে এবং নির্বাচন ব্যবস্থা আরও উন্নত হবে।
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
নির্বাচন কমিশনার জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা বরদাস্ত করা হবে না।"
পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তারা
নির্বাচন কমিশনারের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিমুদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুন। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।