কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কাজিপুরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত |
সোমবার সকাল দশটায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান।
প্রতিযোগিতার অন্যান্য বিষয়ের মধ্যে ছিলো ক্রীড়া, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা।
আরও পড়ুন:
এতে উপজেলার একটি পৌরসভাসহ মোট ১৩ টি ইউনিয়নের বাছাই করা প্রতিযোগিগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারি শিক্ষা অফিসার আবু সাইদ, মাসুদ রানা, মিরাজ হোসেন ও অশোক কুমারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।