বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে আছিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
![]() |
মা ছিল রান্না ঘরে, বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু |
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টার সাধুরপাড়া ইউনিয়নের দামপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আছিয়া দামপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্র জানায়, সকাল ৯ টার দিকে আছিয়া আক্তার বাড়ির ভেতরে নলকূপ পাড়ে খেলতে যায়। এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে শিশু আছিয়া বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বালতির পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।