জামালপুর সংবাদদাতা: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ছাত্র দলের কমিটি ঘোষণার খবরে রাজনীতিমুক্ত ক্যম্পাসের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।
![]() |
জামালপুর: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ভিসির নিকট স্মারকলিপি প্রদানের আগে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। |
২৪ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৩টার দিকে বিক্ষোভ মিছিলসহ ভিসির নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। ছাত্রদলের রাজনীতির তৎপরতার প্রেক্ষিতে বিশ^বিদ্যালয়ের ফেমিলির সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পাসে রাজনীতির পক্ষে-বিপক্ষে মতামত আহবান করা হয়। সেখানে ৯২% শিক্ষার্থী রাজনীতির বিপক্ষে এবং ৮% ছাত্র-শিক্ষকদের রাজনীতির বিপক্ষে মতামত দেন।
জানা গেছে, গত বছর ৯ আগস্ট ক্যাম্পাসে সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এরমধ্যে ক্যাম্পাসে কোন রাজনৈতিক কোন সহিংসতা কিংবা রাজনৈতিক তৎপরতা ছিল না। ১১ ফেব্রæয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এই বিশ^বিদ্যালয় শাখার আহবায়ক কমিটি প্রদান করেছেন। কমিটিতে শাকিল আহমেদকে আহবায়ক এবং জিনাত মিয়া আজিজুলকে সদস্য সচিব করা হয়েছে। ছাত্রদলের এই কমিটির ঘোষণার পরেই শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।
আরও পড়ুন:
এই প্রেক্ষিতে ২৪ ফেব্রæয়ারি বিকেলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়করা ভিসি প্রফেসর ড. রোকনুজ্জামানের নিকট স্মারক লিপি প্রদানকালে ছাত্রদের পক্ষে কথা বলেন-৩য় বর্ষের শিক্ষার্থী নাইমুর দুর্জয়, লিটন আকন্দ, ৪র্থ বর্ষের রিয়াদ হাসান এবং ছাত্র সমন্বয়ক শরিফ হোসেন প্রমুখ।
শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে অতিতের রাজনীতির তীক্ত অভিজ্ঞতা থেকে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবি জানিয়েছি। একই সাথে কোন শিক্ষক-কর্মচারিরাও যেন রাজনীতির প্রভাবমুক্ত থাকতে পারেন।
অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান শেষে নবগঠিত ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দ ফুলের তোড়া নিয়ে ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ না পেয়ে ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ জানান-প্রোভিসি মোশারফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। তিনি আমাদের সুপরামর্শ দিয়েছেন।
বিশ^বিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ’ বহাল রাখার বিষয়ে নবগঠিত ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব জানিয়েছেন-এটি সাধারণ শিক্ষার্থীদের দাবি নয়। ছাত্র শিবির এই দাবিটি করে আসছে। আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পক্ষে।
এ ব্যাপারে মেলান্দহ শহর জামাতে ইসলামির আমির শরাফত আলী ফারাজীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান-ওই বিশ^বিদ্যালয়ে ছাত্র শিবিরের কোন সম্পৃক্ততা নেই। তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি একমত।
ওদিকে ভিসি প্রফেসর ড. রোকনুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন-বিষয়টি বিশ^বিদ্যালয়ের সর্বোচ্চ ফোরামে তোলা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।