জাবিপ্রবিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ছাত্র দলের কমিটি ঘোষণার খবরে রাজনীতিমুক্ত  ক্যম্পাসের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

জাবিপ্রবিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি
জামালপুর: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ভিসির নিকট স্মারকলিপি প্রদানের আগে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।


২৪ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৩টার দিকে বিক্ষোভ মিছিলসহ ভিসির নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। ছাত্রদলের রাজনীতির তৎপরতার প্রেক্ষিতে বিশ^বিদ্যালয়ের ফেমিলির সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পাসে রাজনীতির পক্ষে-বিপক্ষে মতামত আহবান করা হয়। সেখানে ৯২% শিক্ষার্থী রাজনীতির বিপক্ষে এবং ৮% ছাত্র-শিক্ষকদের রাজনীতির বিপক্ষে মতামত দেন। 

জানা গেছে, গত বছর ৯ আগস্ট ক্যাম্পাসে সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এরমধ্যে ক্যাম্পাসে কোন রাজনৈতিক কোন সহিংসতা কিংবা রাজনৈতিক তৎপরতা ছিল না। ১১ ফেব্রæয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এই বিশ^বিদ্যালয় শাখার আহবায়ক কমিটি প্রদান করেছেন। কমিটিতে শাকিল আহমেদকে আহবায়ক এবং জিনাত মিয়া আজিজুলকে সদস্য সচিব করা হয়েছে। ছাত্রদলের এই কমিটির ঘোষণার পরেই শিক্ষক-শিক্ষার্থী ও  কর্মচারিদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। 

আরও পড়ুন:

এই প্রেক্ষিতে ২৪ ফেব্রæয়ারি বিকেলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়করা ভিসি প্রফেসর ড. রোকনুজ্জামানের নিকট স্মারক লিপি প্রদানকালে ছাত্রদের পক্ষে কথা বলেন-৩য় বর্ষের শিক্ষার্থী নাইমুর দুর্জয়, লিটন আকন্দ, ৪র্থ বর্ষের রিয়াদ হাসান এবং ছাত্র সমন্বয়ক শরিফ হোসেন প্রমুখ। 

শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে অতিতের রাজনীতির তীক্ত অভিজ্ঞতা থেকে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবি জানিয়েছি। একই সাথে কোন শিক্ষক-কর্মচারিরাও যেন রাজনীতির প্রভাবমুক্ত থাকতে পারেন। 

অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান শেষে নবগঠিত ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দ ফুলের তোড়া নিয়ে ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ না পেয়ে ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ জানান-প্রোভিসি মোশারফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। তিনি আমাদের সুপরামর্শ দিয়েছেন।

বিশ^বিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ’ বহাল রাখার বিষয়ে নবগঠিত ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব জানিয়েছেন-এটি সাধারণ শিক্ষার্থীদের দাবি নয়। ছাত্র শিবির এই দাবিটি করে আসছে। আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পক্ষে।

এ ব্যাপারে মেলান্দহ শহর জামাতে ইসলামির আমির শরাফত আলী ফারাজীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান-ওই বিশ^বিদ্যালয়ে ছাত্র শিবিরের কোন সম্পৃক্ততা নেই। তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি একমত।

ওদিকে ভিসি প্রফেসর ড. রোকনুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন-বিষয়টি বিশ^বিদ্যালয়ের সর্বোচ্চ ফোরামে তোলা হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top