কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: স্কুল পর্যায়ে ৫৩ তম শীতকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা।
![]() |
স্কুল ভলিবলে সিরাজগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন কাজিপুর উপজেলা |
রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাজিপুর উপজেলার আলমপুর নাহের মাহমুদ উচ্চ বিদ্যালয় দল সদরের ঘাট বয়রা উচ্চ বিদ্যালয় দলকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
চ্যাম্পিয়ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, জেলায় জয়ী হবার সুবাদে এখন বিভাগীয় ভলিবলে অংশ নেবার সুযোগ হয়েছে। আশা করি ভালো প্রস্তুতি নিয়েই আমরা খেলতে যাবো।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।