লিয়াকত হোসাইন লায়ন: ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।
![]() |
জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত |
জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা পুলিশ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত গাবরাখালী গারো পাহাড় পর্যটনকেন্দ্র নিথোয়া মঞ্চ হালুয়াঘাট ভেন্যুতে ময়মনসিংহ রেঞ্জের জানুয়ারি/২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে সভার শুরুতে ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের অফিসারদের বিভিন্ন ক্যাটাগরিতে অভিন্ন মানদণ্ড ও মূল্যায়ন নীতিমালা অনুযায়ী কৃতিত্বপূর্ণ সাফল্যের আলোকে জানুয়ারি মাসের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হিসেবে মনোনিত হন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।
আরও পড়ুন:
এছাড়াও একই সভায় জামালপুর জেলায় শ্রেষ্ঠ সার্কেল সহকারী পুলিশ সুপার নির্বাচিত হন ইসলামপুর সার্কেলের অভিজিত দাস।
সভায় ডিআইজি মহোদয় তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের কৃতিত্ব স্বরুপ নিজ হাতে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন।
সভা শেষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।