জামালপুর সংবাদদাতা: ৭ ফেব্রুয়ারি জামালপুরে আ’লীগের ভিআইপি বা হেভিওয়েট নেতাদের বাড়ি-ঘর ভাংচুর লুট-অগ্নিসংযোগ করেছে।
![]() |
জামালপুর আ;লীগের ভিআইপি নেতাদের বাসতি বিধ্বস্ত করেছে |
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক এমপি তহুরা আলী, সাবেক এমপি মির্জা আজম, সরিষাবাড়ি আ’লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশাসহ বেশ কজনের বাড়ি ভাংচুর-লুট-আগুনে পুড়ে দিয়েছে। এসবের মধ্যে কিছু বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়েছে।
ইসলামপুর উপজেলা আ’লীগ অফিসে হানা দিয়ে মালামাল লুটসহ বঙ্গবন্ধুর ম্যূরাল ভাংচুর করেছে। মাদারগঞ্জে মির্জা আজমের ভাই মির্জা সোহেলের লাবনী ফিলিং স্টেশন ভাংচুর করেছে।
মেলান্দহ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বিধ্বস্ত করেছে। ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ৯টার দিকে এক বিক্ষুব্দ জনতা ঘটনাটি ঘটিয়েছে।
৫ আগস্ট দলীয় কার্যালয় থেকে মালামাল লুট শেষে অগ্নি সংযোগ করেছিল। এবার ক্ষতিগ্রস্থ অর্ধ পাকা ঘরটি এস্কেভেটর দিয়ে বিধ্বস্থ করা হয়েছে। রাতের অন্ধকারে তান্ড চলাকালে কাওকে কাছে যেতে দেয়া হয়নি।
এ ব্যাপারে মেলান্দহ ছাত্র সমন্বয়কের প্রতিনিধি রাশেদুল ইসলাম জানান-মেলান্দহে নির্দিষ্ট কোন সমন্বয়ক নেই। আমরা মাত্র তিনজন প্রতিনিধিত্ব করি।
আমাদের নির্দেশনা আছে কোন ধরনের ক্ষয়ক্ষতি-জন নিন্দিত কার্যকলাপে জড়িত হওয়া যাবে না। এমন গর্হিত কাজে আমরা জড়িত নই।
অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান- এ বিষয়ে আমাকে কেওতো অভিযোগ করেনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।