কুড়িগ্রামে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচিতিসভা

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কুড়িগ্রামে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচিতিসভা
কুড়িগ্রামে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচিতিসভা


শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম মটর মালিক সমিতির প্রধান কার্যালয় হলরুমে কুড়িগ্রামের মেসার্স পনির অ্যান্ড সন্স এর মালিক সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদকে সভাপতি ও নাগেশ্বরীর মেসার্স জুলেখা পেট্রোল পাম্পের মালিক আলহাজ্ব জামান আহমেদ কাজলকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাবুল আখতার ও বিশ্বজিৎ সাহা পিন্টু, সহ-সাধারণ সম্পাদক এটিএম গোলাম ফারহাদ হোসেন, নারায়ণ কুন্ডু, আলী হোসেন আকিফ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক সমরজিত সাহা রিন্টু, দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ, সদস্য আবু তাহের সিদ্দিক বাবলা, এমদাদুল হক সরকার, তানসিরুল ইসলাম শান্ত, তাপস সরকার। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


পরিচিতি সভায় সদস্যগণ বিভিন্ন সমস্যা তুলে ধরে নবনির্বাচিত কমিটির কাছে সমাধানের দাবী করেন। এছাড়া গ্রামগুলোতে যারা লাইসেন্স ছাড়া অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। শেষে নবনির্বাচিত সভাপতি ও সধারণ সম্পাদক কমিটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top