সেবা ডেস্ক: দুবাইয়ের এক অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘আমি ৬০ বছর হতে চললেও ৩০-এর মতোই আছি।’ ‘দ্য কিং’ সিনেমার পরিচালক হিসেবে সিদ্ধার্থ আনন্দ নিশ্চিত।
৬০ বছরেও আমি ৩০-এর মতো শাহরুখ খানের ভাইরাল মন্তব্য |
বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান তাঁর ক্যারিশমা, স্টাইল এবং ফিটনেস দিয়ে বারবার ভক্তদের মুগ্ধ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়লেও শাহরুখের ফিটনেস আর এনার্জি দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। গতকাল রোববার দুবাইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বয়স নিয়ে রসিকতা করলেন এই বলিউড সুপারস্টার। অনুষ্ঠানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
শাহরুখ খান আগামী ২ নভেম্বর ২০২৫ সালে ৬০ বছরে পা রাখবেন। কিন্তু তাঁর মতে, তিনি এখনো ৩০-এর মতোই দেখান। তাঁর ফ্যান ক্লাবের এক ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, “চলতি বছরই আমার বয়স ৬০ হবে, কিন্তু কে বলবে! আমি দেখতে এখনো ৩০-এর মতো। কিছু বিষয় ভুলে থাকতে হয়।’’
শাহরুখের এই মন্তব্যের সঙ্গে সঙ্গে ভক্তরা করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
‘দ্য কিং’ সিনেমায় সুহানার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ
এই অনুষ্ঠানে শাহরুখ খান তাঁর পরবর্তী সিনেমা ‘দ্য কিং’ নিয়ে কথা বলেন। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, এই ছবির পরিচালক নিয়ে পরিবর্তন আসতে পারে। প্রথমে শোনা গিয়েছিল ছবিটি নির্মাণ করবেন সুজয় ঘোষ, তবে পরে গুজব ছড়ায়, ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই ছবি পরিচালনা করবেন।
গতকালের অনুষ্ঠানে শাহরুখ নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।
পুরোদমে চলছে শুটিং, শাহরুখ দিলেন বড় আশ্বাস
শাহরুখ জানান, ছবিটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং কাজ চলছে পুরোদমে। তিনি বলেন, “আমি এখন মুম্বাইয়ে শুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব দারুণ। আমি আপনাদের নিশ্চিত করতে পারি, এই ছবিটি ‘পাঠান’-এর মতোই দারুণ এক অভিজ্ঞতা দেবে। আপনারা দেখে মজা পাবেন।”
তিনি আরও বলেন, “আমি কঠোর পরিশ্রম করছি, সিদ্ধার্থ আনন্দের পুরো টিম কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করি, দর্শকদের একটি দুর্দান্ত সিনেমা উপহার দিতে পারব।’’
এই ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন তাঁর মেয়ে সুহানা খান, যা দর্শকদের জন্য বাড়তি চমক। এছাড়া, খলচরিত্রে দেখা যেতে পারে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।