শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে সারাদেশে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন এবং ডাকাতির ঘটনায় তদন্ত করে দ্রুত বিচারের দাবীতে এক মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
![]() |
রৌমারীতে ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন |
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা পরিষদের গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে এ মানববন্ধন পালন করা হয়। এতে উপজেলার বেসরকারি স্কুল ও কলেজের প্রায় শতাধীক শিক্ষার্থী অংশ গ্রহন করে।
আরও পড়ুন:
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী বাবুল মিয়া, শাহাদত হোসেন, ইয়াজমিন, সালমা আকতার, নাসরিন খাতুন, রৌমারী মহিলা কলেজের প্রভাষক জেরিন আকতার ও শিক্ষক রিয়াজুল হক প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। তা না হলে পরর্তীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।