হাফেজ্জী হুজুরের রাজনীতি ছিল অন্যায় থেকে তওবার রাজনীতি

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. বাল্যকাল থেকেই একজন ইবাদতগোজার, জিকিরকারী, আল্লাহপ্রেমী মানুষ ছিলেন।

হাফেজ্জী হুজুরের রাজনীতি ছিল অন্যায় থেকে তওবার রাজনীতি
হাফেজ্জী হুজুরের রাজনীতি ছিল অন্যায় থেকে তওবার রাজনীতি : মুজিবুর রহমান হামিদী

পবিত্র কুরআন হিফজ করার জন্য বাল্যকালেই শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে একাকী সুদূর ভারতের উদ্দেশ্যে রওয়ানা করা, পানিপথে হিফজ মাদ্রাসায় ভর্তি হওয়া, সাহরানপুর ও দেওবন্দে উচ্চতর পড়াশোনা, পড়াশোনা চলাকালীন ও পরবর্তী সময়ে আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্য হাকীমূল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর শিষ্যত্ব গ্রহণ ও তাঁর খানকায় দীর্ঘ সময় থেকে আত্মশুদ্ধির শীর্ষ পর্যায়ে উন্নতি, দ্বীনি ইলমের প্রচার-প্রসারের উদ্দেশ্যে দেশে ফেরত আসা এবং ব্রাহ্মণবাড়িয়া, লালবাগ, ফরিদাবাদ, লক্ষীপুর, কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ ও দ্বীনি ইলম শিক্ষাদান, মানুষের আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্য খানকার মেহনত চালুসহ দ্বীনের সকল তাঁর রেখে যাওয়া অবদান এই সবকিছুই প্রমাণ করে তিনি সন্দেহাতীতভাবে আল্লাহর একজন ওলী ছিলেন, জামানার কুতুব ছিলেন। 


জীবনের শেষ বয়সে তিনি ইসলামী রাজনীতির মাঠে পদার্পণ করেছিলেন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে। 

আরও পড়ুন:

তাঁর রাজনীতি ছিল অন্যায় থেকে তওবার রাজনীতি। অপাত্রে ভোট দিয়ে দূর্নীতিবাজ, চাঁদাবাজ, জনগণের হক্ব নষ্টকারীদের ক্ষমতায় বসিয়ে আমরা যে অন্যায় করে থাকি তা থেকে তওবা করে সৎ, যোগ্য ও ঈমানদার লোকদেরকে ভোট দিয়ে সেই অন্যায় থেকে তওবা করার আহবান জানিয়েছিলেন তিনি। তাঁর এই আহবান দেশ-বিদেশে তাগুতি শক্তির ভিত নড়িয়ে দিয়েছিল। 


কারো বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছুঁড়ি না করে পরিশুদ্ধি ও তওবার যে রাজনীতি তিনি রেখে গিয়েছিলেন সেই রাজনীতিকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে এদেশ শান্তির দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। মানবরচিত তন্ত্র-মন্ত্রের শাসনে নয়, শুধুমাত্র আল্লাহপ্রদত্ত ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমেই দেশ থেকে খুন, ধর্ষণ, ছিনতাই দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।  


সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাস্থ কালিকাপুর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদে ‘হাফেজ্জী হুজুর রহ. জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা ওয়ালীউল্লাহর সভাপতিত্বে এবং মুফতী ফখরুল ইসলাম ও মুফতী মোহাম্মাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোফাচ্ছির হোসাইন। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top