বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত: লাখো মুসল্লির প্রার্থনা

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে লাখো মুসল্লি শান্তি ও ঐক্যের জন্য দোয়া করেছেন।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত লাখো মুসল্লির প্রার্থনা
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত: মুসলিম উম্মাহর শান্তি-ঐক্যের প্রার্থনা


টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে মুসলিম জাতির শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়েছে।

রোববার বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয়ে ১১টা ৪০ মিনিটে মোনাজাত শেষ হয়। এই মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ

লাখো মুসল্লির অংশগ্রহণে মুখর তুরাগতীর

লাখ লাখ মুসল্লি ‘আমিন আমিন’ বলে মুখরিত করে তুলেন টঙ্গীর তুরাগ নদীর তীর। কনকনে শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করেও মুসল্লিরা দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় চোখের জলে প্রার্থনা করেন।

মুসল্লিদের বিপুল সমাগমের কারণে ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই ছিল না। ভেতরে জায়গা না পেয়ে আশপাশের সড়ক ও খোলা মাঠে অবস্থান নেন অনেকে।

ধর্মীয় নগরীতে পরিণত টঙ্গী

আখেরি মোনাজাতে লাখো মুসল্লির অংশগ্রহণে শিল্পনগরী টঙ্গী ধর্মীয় নগরীতে পরিণত হয়। আজকের মোনাজাতের মাধ্যমে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

এর আগে ফজরের নামাজের পর নির্দেশনামূলক বয়ান শুরু হয়। সকাল ১১টার পর মাঠজুড়ে নেমে আসে নীরবতা, এরপর শুরু হয় আখেরি মোনাজাত।

মোনাজাতে গোটা দুনিয়ার পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথে আসার দোয়া করা হয়। এছাড়া, তাবলীগের কাজে নিয়োজিত হওয়ার তওফিক, মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

মুসল্লিদের দুর্ভোগ ও শীতের কষ্ট

এবারের ইজতেমায় কনকনে শীতের মধ্যেও লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। তীব্র ঠাণ্ডার কারণে অনেক মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন

গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে বয়ান-মোজাকেরা, তালিম-তাশকিল, নামাজ-রোনাজারি ও তাসবিহ-তাহলিলে কেটেছে।

৯ মুসল্লির ইন্তেকাল

শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে পাঁচ মুসল্লি মারা গেছেন। এ নিয়ে ময়দানে মোট ৯ মুসল্লি ইন্তেকাল করেছেন।

ঐতিহ্যবাহী যৌতুকবিহীন বিয়ে

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। মাঝে কয়েক বছর বন্ধ থাকার পর আবারও এই ঐতিহ্য পুনরুজ্জীবিত হয়েছে। এদিন ১০০ জোড়া মুসলিম নবদম্পতির বিয়ে পড়ান মাওলানা জোহায়েরুল হাসান।

দ্বিতীয় পর্বের প্রস্তুতি

আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমাপ্রথম পর্ব পরিচালনা করেছেন মাওলানা জোবায়ের অনুসারীরা, আর দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন সাদ অনুসারীরা




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top