কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ ও শীতার্তদের মাঝে চারশ কম্বল বিতরণ করা হয়েছে।
![]() |
কাজিপুরে কৃষকদলের কৃষক সমাবেশ ও কম্বল বিতরণ |
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা কৃষকদলের সভাপতি হযরত আলী পাগু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি মতিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন ঠান্ডু।
কাজিপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক একে ফজলুল হক মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু প্রমূখ।
এসময় সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম তোতা মাস্টার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোহাম্মদ আলীসহ ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।