জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ
জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ


মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জামালপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয় এই সমাবেশের আয়োজন করে।  

জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। 

আরও পড়ুন:

এছাড়া ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী, ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানসহ দেশের নিরাপত্তায় বিশেষভাবে ভূমিকা পালন করে। এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা কার্যক্রম ছাড়াও সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমে বিভিন্ন ভালো কাজে অবদান রাখায় ৫০ জন সদস্যের মাঝে ৭টি বাইসাইকেল, ৪টি সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top