জামালপুরে সপ্তাহব্যাপী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘শিক্ষা, ঐক্য, প্রগতি ধারণ করবো, আমার বাংলাদেশ আমই গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সপ্তাহব্যাপী সদস্য ফরম বিতরণ শুরু হয়েছে।

জামালপুরে সপ্তাহব্যাপী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু
জামালপুরে সপ্তাহব্যাপী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু


বুধবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে এই কর্মসুচির আয়োজন করে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ওমরসানী সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

কর্মসুচিতে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: রাকিবুল হাসান রাকিব, যগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন স্বপন, ছাত্রনেতা শান্ত, নিশাত, রাকেশ, বায়োজিদ, মামুন, সজিব দেওয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

আরও পড়ুন:

এ সময় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন ইমেজের ছাত্র রাজনীতি গড়ে তুলতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে ছাত্রদল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে নিজস্ব মত প্রকাশ, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে ছাত্রদল। 

পরে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু হয়, শিক্ষার্থীরাও স্বত:স্ফুর্তভাবে সদস্য ফরম সংগ্রহ করে। আগামী এক সপ্তাহ এই সদস্য ফরম বিতরণ করা হবে।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top