সেবা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, দুর্নীতি দেশের সব সম্ভাবনা নষ্ট করছে। এটি থেকে বের না হলে বাংলাদেশ এগোতে পারবে না। সবাইকে সচেতন হতে হবে।
![]() |
দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটি রোধ করতেই হবে: ড. ইউনূস |
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “দুর্নীতি সব শেষ করে দিচ্ছে। এটা থেকে বের হতে না পারলে বাংলাদেশের কোনো গতি নেই।”
রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ দুর্নীতির গভীর সংকটে
ড. ইউনূস বলেন, "আমাদের সামনে বিশাল সম্ভাবনাময় জগৎ রয়েছে, শুধু সঠিক সিদ্ধান্ত ও কার্যকর কর্মসূচি দরকার। তারুণ্য ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারলে দেশ এগিয়ে যাবে। কিন্তু দুর্নীতি আমাদের সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে।"
তিনি আরও বলেন, "আন্তর্জাতিক দুর্নীতির সূচকে বাংলাদেশ বারবার নিচের দিকে থাকছে। সততা ও শৃঙ্খলার অভাব আমাদের উন্নয়নের প্রধান বাধা।"
প্রশাসনের ভূমিকা ও করণীয়
জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "দুর্নীতি কোথায়, কীভাবে চলছে, তা আপনারা জানেন। এটি রোধ করতে হলে প্রশাসনিক কর্মকর্তাদেরই উদ্যোগ নিতে হবে।"
দুর্নীতি থেকে মুক্তির উপায়
ড. ইউনূস বলেন, "আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কতটুকু সমাধান দিতে পারব জানি না। তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাইকে এর থেকে বেরিয়ে আসতে হবে।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।