শামীমুল ইসলাম তালুকদার: হবিগঞ্জের বাহুবলে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
![]() |
বাহুবলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ |
উপজেলার মিনি স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মোঃ সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, বামনাকান্দি চকহবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উপজেলার একাধিক ভেন্যুতে অ্যাথলেটিক্স (ছাত্র/ছাত্রী), দড়িলাফ (ছাত্র/ছাত্রী), সাইক্লিং (ছাত্র/ছাত্রী), ক্রিকেট (ছাত্র/ছাত্রী), ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), ভলিবল প্রতিযোগিতা ৩০ জানুয়ারি, ২ ও ৪ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়রা জেলা পর্যায়ে (৭-১০ ফেব্রুয়ারি ২০২৫) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশের উপর ভিত্তি করেই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।