জামালপুরে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি প্রদান

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও গণঅভূত্থ্যানে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি প্রদান
জামালপুরে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি প্রদান


বৃহস্পতিবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল এই কর্মসুচির আয়োজন করে।

কলেজের ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিটের দাবীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে কলেজ চত্বরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন স্বপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভূত্থ্যানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি সেখানে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য উষ্কানীমূলক বক্তব্য প্রদান করছেন। ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা। 

পরে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্রদল নেতারা।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top