কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কাজিপুরের বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
![]() |
কাজিপুরে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কার্যক্রম শুরু |
২০'শে ফেব্রæয়ারী (বৃহস্পতিবার) এ ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, ছাত্রনেতা, আকিব আহমেদ অন্তর, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাগর আলী'সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন জানান, আমরা প্রথম অবস্থায় আজ চারটি কলেজে আনুষ্ঠানিকভাবে ফর্ম বিতরণ কার্যক্রম শুরু করলাম। এবং ছাত্র-ছাত্রীদের ব্যাপক সাড়া পাচ্ছি সবাই খুব উৎফুল্ল। ধীরে ধীরে আমরা কাজিপুরের সকল কলেজে ফর্ম বিতরণ কার্যক্রম পরিচালনা করবো।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।