জামালপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামাতের নিরঙ্কুশ জয়

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামাত সমর্থিতরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। 

জামালপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামাতের নিরঙ্কুশ জয়
জামালপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামাতের নিরঙ্কুশ জয়


১৫টি পদের মধ্যে ৯টিতে বিএনপি, ৫টিতে জামাত ও ১টি পদে বামপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের ৫ জন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দীতা করলেও কেউ জয়ী হতে পারেননি। গতকাল বুধবার ভোট গ্রহণ ও গণনা শেষে আজ বৃহস্পতিবার সকালে ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।  

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। বিএনপি-জামাত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ ও বামপন্থী দল সমর্থিত ‘গণতন্ত্র মঞ্চ’ আলাদা দুটি প্যানেলে নির্বাচনে অংশ নেয়। আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৯জন বিজয়ী হয়েছেন। 

আরও পড়ুন:

সভাপতি পদে অ্যাডভোকেট মো: গোলাম নবী ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তিনি জেলা বিএনপির সহ সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট। সহ সভাপতি পদে অ্যাডভোকেট মো: আব্দুল আওয়াল ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তিনি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং অপর সহ সভাপতি পদে বিএনপির অ্যাডভোকেট মো: জামিল হাসান তাপস ২০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই দুই পদেই হেরেছেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দী প্রার্থীরা। সাধারণ সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ১৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের অ্যাডভোকেট মো: শামসুজ্জোহা ইসমাইল পেয়েছেন ১২২ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বিএনপির অ্যাডভোকেট মো: মোবারক হোসেন ও জামাতের অ্যাডভোকেট মো: আব্দুল্লাহ আল মতি বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন। অডিটর পদে ২১৭ ভোট পেয়ে বিএনপির অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম রাজু নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী গণতন্ত্র মঞ্চের অ্যাডভোকেট মো: মতিয়র রহমান পেয়েছেন ১২৯ ভোট। বিনা প্রতিদ্বন্দীতায় জামাতের অ্যাডভোকেট শামীমা তাসনিম সাথী পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম মোহন ১৩৩ ভোট পেয়ে জয় পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের অ্যাডভোকেট সাজিদুল ইসলাম সাজু পেয়েছেন ১০৯ ভোট। ৬টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দী ৯ জন প্রার্থীর মধ্যে বিএনপির ৩ জন, জামাতের ২ জন ও গণতন্ত্র মঞ্চের ১ জন বিজয়ী হয়েছেন। বিএনপির অ্যাডভোকেট শাহাজাদা মিয়া সুমন পেয়েছেন ২৬৪ ভোট, অ্যাডভোকেট আল আমিন ২৩৩ ভোট ও অ্যাডভোকেট মাহমুদা আক্তার স্বপ্না ২২২ ভোট, জামাতের অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসাইন ২২৩ ভোট ও অ্যাডভোকেট আছিমুল ইসলাম ২১৫ ভোট এবং গণতন্ত্র মঞ্চের অ্যাডভোকেট আজাদী হাসান মামুন সদস্য পদে ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর মধ্যরাত পর্যন্ত চলে ভোট গণনা। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল বারী নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top