বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাত হবে সকাল সোয়া ৯টার মধ্যে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) থেকে। বিশ্ব ইজতেমা ধর্মীয় এবং সামাজিক গুরুত্বে দেশের অন্যতম বড় অনুষ্ঠান, যা প্রতিবারই লাখো মুসল্লির সমাগমে মুখরিত হয়ে থাকে।

বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত হবে সকাল সোয়া ৯টার মধ্যে
বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত হবে সকাল সোয়া ৯টার মধ্যে


আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। তিনি মুসল্লিদের জন্য বিশেষ দোয়া করবেন এবং ইমান, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করবেন।

ইজতেমা উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ

বিশ্ব ইজতেমা উপলক্ষে রোববার ভোর ৬টা থেকে বিশেষ যান চলাচল বন্ধ থাকবে। টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ভোগড়া বাইপাস এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়া বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। গাজীপুর ও ময়মনসিংহগামী যানবাহনগুলোর জন্য বিশেষ রুট নির্ধারণ করা হয়েছে। তবে ইজতেমার জন্য সংশ্লিষ্ট যান চলাচল করতে পারবে।

জৌতুকবিহীন বিয়ে ও আধ্যাত্মিক বিষয়াদি

বিশ্ব ইজতেমায় জৌতুকবিহীন বিয়ের আয়োজন ব্যাপক আলোচনায় এসেছে। শুক্রবার সকাল থেকে বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হয়, যেখানে ভারতীয় মাওলানা জুহায়ের বিয়ে পড়ান। এই রেওয়াজে মোহরানা ধরা হয় দেড়শ তোলা রুপা বা এর সমমূল্য অর্থ হিসেবে।

তাবলীগ জামাত এ ধরনের সাদাসিদা বিয়েকে অত্যন্ত গুরুত্ব দেয়, এবং এতে মোহাম্মদ (স.) এর উদ্ধৃতি অনুসরণ করে বিয়ের পারিবারিক ও আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন। এর পরবর্তী পর্ব ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top