আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত |
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্য বিভাগীয় সরকারী কর্মচারী পেশাজীবি পরিষদ জামালপুর জেলা শাখা আট দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার সহযোগীতায় শুক্রবার রাতে জামালপুর মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো: আমজাদ হোসেন বাদলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক (হাসপাতাল-১) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী। এছাড়াও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর জেলা শাখার আহবায়ক ডা. আহাম্মদ আলী আকন্দ, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহা: মাহফুজুর রহমান সোহান, জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. হারুন অর রশিদ, সিভিল সার্জন কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রোগ্রাম অর্গানাইজার মো: আব্দুল হালিম, ব্যাডমিন্ট টুর্নামেন্টের যুগ্ম আহবায়ক ও সিভিল সার্জন কার্যালয়ের স্টোর কিপার মো: আমজাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, হাসপাতালে স্বাস্থ্যসেবার মত জরুরী ও স্পর্শকাতর কাজে সম্পৃক্ত থাকায় আমাদের চিত্ত বিনোদনের সুযোগ খুব কম থাকে। খেলাধুলা চিত্ত বিনোদনের অংশ এবং শারীরিক ও মানসিক বিকাশ সাধনে ভূমিকা রাখে। তাছাড়াও এই ধরণের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ, সহমর্মীতা ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করে যা মানসিক প্রশান্তি প্রদান করে। নিয়মিত এমন আয়োজন করার জন্য সকলের সহযোগীতা ও অংশগ্রহণের আহবান জানান বক্তারা। গত ২৪ জানুয়ারী এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়, টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২-১ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল। পরে অথিতিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।