বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউিনিয়নের ভাটী খেওয়ারচর গ্রামের জনবলহীন অসহায় জবর আলীর ক্রয়কৃত ও এওয়াজ দলিলের প্রাপ্য জমিতে বাড়ীঘর উত্তোলনসহ বেদখল করে জোরপূর্বক ভোগদখল করছে একই গ্রামের আশকর আলীর ওয়ারিশ ও আব্দুল কুদ্দুছ আলীর ওয়ারিশসহ ওয়াহেদ আলীগংরা।
![]() |
বকশীগঞ্জে ক্রয়কৃত জমি জোরপূর্বক ভোগ-দখলের অভিযোগ |
দীর্ঘদিন গ্রাম্য শালিস বৈঠক করেও কোন সূরাহা করতে পারেননি মাতাব্বরগন। গত ৩০/১২/২০০৩ ইং তারিখে একই দিনে দুটি এওয়াজ দলিল হয়,একটি দলিলের ১ম পক্ষ চান্দেব আলী দিয়েছে ৩২শং ২য় পক্ষ আশকর আলী দিয়েছে ২০শং জমি যাহার দলিল নং ৫৪৭৭।দ্বিতীয় দলিলটির ১ম পক্ষ চান্দেব আলী দিয়েছে ৪৯ শং ২য় পক্ষ আব্দুল কুদ্দুছ আলী দিয়েছে ৩৪ শং জমি যাহার দলিল নং ৫৪৮২।
জবর আলী সুবিচার পাওয়ার জন্য বাদী হয়ে গত ১৫/০১/২০২৫ ইং তারিখে ওয়াহেদ আলীসহ ১৫ জনকে বিবাদী করে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন, জিডি নং ৫৪৭।বাদী জবর আলী বর্তমানে হুমকির মুখে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।