আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, সংস্কার করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ১৯ দফা থেকেই সংস্কার সৃষ্টি হয়েছে।
![]() |
৩১ দফার মধ্যেই সব সংস্কার আছে- জামালপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া |
এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ড. ইউনুস সাহেব, আপনি ৩১ দফা পড়লেই তার মধ্যে সব সংস্কার পেয়ে যাবেন, আপনাকে আর কোন কিছু করতে হবে না। আপনি ৩১ দফা মেনে দেশ পরিচালনা করে দ্রুত নির্বাচন দিয়ে দেন। গত ১৭ বছর জনগণ ভোট থেকে বঞ্চিত, তারা ভোটের অধিকার চায়, জনগণ যেন ভোট দিতে পারে। বুধবার দুপুরে জামালপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধ একবারই হয়েছিলো, আর কোন স্বাধীনতা যুদ্ধ হয়নি। এখন যারা বলে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছি, তারা ভুল বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একবারই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। দেশ একবারই স্বাধীন হয়, দ্বিতীয়বার কোন দেশ স্বাধীন হয় না। সারা বাংলাদেশে এমন কোন নেতা-কর্মী নেই যার নামে মামলা নেই, আমরা ঘর থেকে বের হতে পারতাম না। আমরা অঘোষিত আয়না ঘরে ছিলাম, গত ৫ই আগষ্ট আমরা আয়না ঘর থেকে মুক্তি পেয়েছি।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদীদের চক্রান্ত মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপির জলবায়ূ পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য মো: সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।