জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: জেলা শহরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম।
![]() |
অতিরিক্ত সচিব মামুনুল আলমের সরকারি মহিলা কলেজ পরিদর্শন |
গতকাল শনিবার বিকেলে সরকারি মহিলা কলেজে তিনি কলেজের নানা সমস্যা পরিদর্শন করে দেখেন। এরপর তিনি শিক্ষকদের সাথে এক মতবিনিময়ে অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ তারেক আনোয়ার জাহিদী,কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান,সহযোগী অধ্যাপক ড.আনোয়ার হোসেন মন্ডল ও শিক্ষকমন্ডলী প্রমুখ।
জেলার নারী শিক্ষাকে এগিয়ে নিতে ও অনন্য সুযোগ সৃষ্টিতে কলেজের বর্তমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং ভবিষ্যৎ উন্নয়নের রুপরেখা তৈরি করাসহ সার্বিক পরিস্থিতির বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথি।
উল্লেখ্য,কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ বিগত ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৪ সালে তা জাতীয়করণ করা হয়। এটি রংপুর বিভাগের অন্যতম প্রধান নারী শিক্ষা প্রতিষ্ঠান, যা কুড়িগ্রামের ৯ উপজেলার একমাত্র সরকারি মহিলা কলেজ হিসেবে বিশেষ মর্যাদা বয়ে এনেছে।বর্তমানে এ কলেজে ৩সহস্রাধিক ছাত্রী অধ্যয়নরত ও অর্ধশত শিক্ষক-কর্মচারি কর্মরত রয়েছেন।এ কলেজের বর্তমান অধ্যক্ষ শফিকুর রহমান সম্প্রতি যোগদান করার পরপরই রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস,দর্শন,অর্থনীতি,পদার্থবিজ্ঞান,উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়।
কলেজ পরিদর্শন শেষে শিক্ষকমন্ডলীর সঙ্গে মত বিনিময় করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির কথা পুনবর্যক্ত করেন অতিরিক্ত সচিব মামুনুল আলম।তিনি বলেন,শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখাতে হবে।আর সেই স্বপ্ন দেখার প্রধান কারিগর হলেন আপনারা শিক্ষকমন্ডলী।এ অঞ্চলের ভবিষ্যৎ এই শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে। শিক্ষা হলো সবচেয়ে বড় বিনিয়োগ, যা শুধু ব্যক্তির নয়, গোটা সমাজের ভাগ্য পরিবর্তন করতে পারে।
কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান বলেন,আমাদের কলেজের সমস্যা সমাধান ও দ্রুত বাস্তবায়নের জন্য কিছু সুপারিশ দেয়া হয়।বিশেষ করে হোস্টেল সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ণ সংক্রান্ত বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে অতিথি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।