এবারের বই মেলায় আসছে আবদুল জলিল এর কাব্যগ্রন্থ “নবজীবনের ধারাপাত”

Seba Hot News : সেবা হট নিউজ
0

নিজস্ব প্রতিবেদক: আবদুল জলিল একাধারে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, উপস্থাপক, ধারাভাষ্যকার, গীতিকার, সুরকার ও অভিনেতা।

এবারের বই মেলায় আসছে আবদুল জলিল এর কাব্যগ্রন্থ “নবজীবনের ধারাপাত”
এবারের বই মেলায় আসছে আবদুল জলিল এর কাব্যগ্রন্থ “নবজীবনের ধারাপাত”


বহুমাত্রিক সৃজনশীল এই মানুষটির লেখা বিভিন্ন পত্র পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়ে আসছে।এবারের ২১ এর বইমেলায় আসছে তার কাব্যগ্রন্থ“নবজীবনের ধারাপাত”। জীবনের সঙ্গে মিশে যাওয়া ঘটনা, প্রেম-দ্রোহ আর একজীবনে চলতে গিয়ে মানুষের নানা ঘাত প্রতিঘাতকে বিন্যস্ত শব্দভান্ডারের সুষম ব্যবহারে রচিত একখানি কাব্যগ্রন্থ।মানুষের যাপিত জীবনের চাওয়া পাওয়া নিয়ে লড়াইয়ের অসারতা তুলে ধরে এর শুরু হয়েছে। শেষ হয়েছে চিরঞ্জীব ভালোবাসার আবাহনে “ভালোবাসা নাম যে তারই ধুলির ধরায় স্বর্গ আনে।” এরপর কবির যাপিত জীবন যেমন শিউলির ঘ্রাণ ছড়িয়েছে তেমনি তার স্বপ্নময় একক জীবন, জীবনের খেয়াঘাট পেরিয়ে বার্তাহীন পথিককে চলার পথের দিশা, জৈবিক চেতনার চঞ্চু, শর্তের বেড়াজালে আটকে না রেখে অনুভবে জীবনের উত্তাপকে মিলিয়ে চলেছে রাধার রক্তের শপথকে সত্যি করতে। সেখানে ‘একটি ছবির প্লট’, ‘স্বপ্নময় একক জীবন’, ‘নেশার নাগরিক সনদের লম্বা লাইনে’ দাঁড়িয়েছে ‘দুঃখ সুখের সোহেলী।’ আছে বিধাতার সাথে একান্তে ভালোবাসার আলাপন ‘তুমি আর আমি।’ আছে জীবনের প্রতিটি পদক্ষেপে ভালো কিছুর জন্যে প্রার্থনা ‘শুরু হোক সজিবতার মানবিক বাগান।’ এমনি করে কাব্যগ্রন্থখানির এগিয়ে চলায় কাব্যপ্রেমীদের শুভদৃষ্টি পড়বে এই প্রত্যাশা।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top