সেবা ডেস্ক: টঙ্গীর বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হলো ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে, যেখানে মোহর নির্ধারণ করা হয়েছে ফাতেমি অনুসারে।
টঙ্গীতে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে - ইসলামী শরিয়াহ অনুসারে |
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এই ব্যতিক্রমী গণবিয়ে পদ্ধতিটি বিশেষভাবে আলোচিত, যেখানে মোহরে ফাতেমি অনুসারে কনেদের মোহর নির্ধারণ করা হয়।
শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতি বছরই এই গণবিয়ের আয়োজন হয়ে থাকে, যা ইসলামী শরিয়াহ অনুসারে সহজ, সস্তা এবং যৌতুকবিহীন বিবাহের একটি দৃষ্টান্ত স্থাপন করে। এই অনুষ্ঠানে, বিয়ে পড়ান ভারতের প্রখ্যাত আলেম মাওলানা যোহাইরুল হাসান।
এছাড়া, শনিবার বাদ জোহর পর্যন্ত বর ও কনে পক্ষের তালিকা সংগ্রহ করা হয়। বাদ আসরের পরে, বিয়ের খুতবা পাঠ করার পর, দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর নবদম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয় এবং মাগরিবের নামাজের আগে নবদম্পতিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এই ঐতিহাসিক গণবিয়ে অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী শরিয়াহ অনুসারে সহজ ও ব্যয়বিহীন বিবাহের একটি অনন্য উদাহরণ স্থাপন করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।