আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
![]() |
জামালপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত |
বুধবার দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষ্যে জেলা মৎস্যজীবী দল আলোচনা সভার আয়োজন করে।
জেলা মৎসজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
এ সময় বক্তারা বলেন, এই বাংলাদেশ শেখ হাসিনার মত আর কোন স্বৈরাচারের দেশ হবে না। এই দেশ আর কখনও হত্যা, গুম, খুন, ভোট ডাকাতির দেশ হবে না। এই দেশ আগামী দিনে দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে এসে শেষ হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।