জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
![]() |
মেলান্দহে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার |
গ্রেপ্তারকৃতরা হলেন-চরবানিপাকুরিয়া ইউপি চেয়ারম্যান-শাহাদাৎ হোসেন ভুট্রো, শ্যামপুর ইউপি চেয়ারম্যান এস.এম. সাইদুর রহমান সাইদ মাস্টার, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান লিটু এবং ফুলকোচা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ।
![]() |
সভায় প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।। ছবি: আসমাউল আসিফ |
এদের মধ্যে মামুনুর রশিদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অন্যরা উপজেলা আ’লীগের সদস্য বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা ২৬ ফেব্রæয়ারি উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় আসছিলেন।
আরও পড়ুন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর জানান-আমি মিটিং শেষ করে চলে আসছি। পরে তাদেরকে গ্রেপ্তারের কথা শুনেছি। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমার জানা নাই।
![]() |
ইউনিয়ন পরিষদের চারজন চেয়ারম্যান মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন। সভা শেষ করে বের হওয়ার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। ছবি: আসমাউল আসিফ |
![]() |
চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে মেলান্দহ থেকে চারজন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। ছবি: আসমাউল আসিফ |
![]() |
ইতিপূর্বে যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা করেছিল তাদের গ্রেফতারে অভিযান চলছে। তারা চারজনই আওয়ামী লীগের সাথে জড়িত, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি: আসমাউল আসিফ |
মেলান্দহ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির জানান-গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই-আগস্টে নাশকতার অভিযোগ দেখানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।