জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কুড়িগ্রামে ৩দিন ব্যাপি কৃষি মেলা শুরু |
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সকালে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাটের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী
এই মেলায় অর্ধশতাধিক স্টলে নানা ধরনের কৃষি পণ্য ও কৃষি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
আরও পড়ুন:
উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন,রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নুর আলম, রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল মিজান মাহিন, বিএনপির সভাপতি আনিসুর রহমান,জামাতের আমির মাওলানা কফিল উদ্দিন প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।