আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে কৃষি উদ্যোক্তা বাছাইয়ে কর্মশালা অনুষ্ঠিত |
বৃহস্পতিবার কৃষি বিপণন অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় জামালপুর সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।
শহরের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তরের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এক্সপোর্ট এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কনসালটেন্ট ড. মাহবুব আলম। এছাড়াও জামালপুর কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা, বিএডিসির (বীজ বিপনন) উপ পরিচালক প্রিয়তোষ রায়, বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক স¤্রাট আকবর, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, কৃষি উদ্যোক্তা সুমন মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, কৃষক নানা প্রতিকূলতার ভেতর দিয়ে অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে। কিন্তু কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না। নানা সীমাবদ্ধতার কারণে কৃষকের পক্ষে পণ্যের বাজার যাচাই করা সম্ভব হয় না এবং কৃষক বঞ্চিত হয়। তাই কৃষককে তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে বিক্রির করার লক্ষ্যে কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে। কৃষকদেরকে একত্রিত করে উৎপাদিত ফসল বিক্রির সুযোগ তৈরি ও কৃষকদের মধ্য থেকেই কৃষি উদ্যোক্তা সৃষ্টি করা হচ্ছে। এতে করে একদিকে উপযুক্ত দাম পেয়ে কৃষক লাভবান হবে, উদ্যোক্তা তৈরি হবে অপরদিকে মধ্যস্বত্বভোগীর কবল থেকে কৃষক ও ভোক্তা মুক্তি পাবে এবং ভোক্তারা স্বল্প মূল্যে কৃষি পণ্য ক্রয় করতে পারবে। ইতিমধ্যেই বেশ কয়েকজন কৃষি উদ্যোক্তা তৈরি হয়েছে, তারা তাদের নিজেদের জমিতে ও অন্যান্য কৃষকের জমিতে উৎপাদিত ফসল বিক্রি না করে প্রক্রিাজাত করে বিক্রি করছে। বিশেষ করে হলুদ, মরিচ, ধনিয়াসহ বিভিন্ন মশলা জাতীয় পণ্য গুড়া করে প্যাকেটজাত করে, আচার তৈরি করে ও অন্যান্য ফসল সরসরি বাজারে বিক্রি করা হচ্ছে। দিনব্যাপী এই কর্মশালায় অর্ধশতাধিক কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।