কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের দেয়া পাঁচ শত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কাজিপুরে শীতবস্ত্র বিতরণ |
কাজিপুর পৌরসভার উদ্যোগে এই কম্বল বিতরণ করেন প্রশাসক, কাজিপুর পৌরসভা ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী রফিকুল ইসলাম, কর আদায়কারী বেলাল হোসেন।
একইদিন বেলা দুইটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই নতুন বাজারে কম্বল বিতরণী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বপন।
এতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিল্টন মিয়াসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ এলাকার দুঃস্থ মানুষের মাঝে ১ হাজার পিস কম্বল বিতরণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।