আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ |
রবিবার দুপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে জামালপুর জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি শফিউর রহমান শফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী বাহীনি নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। গত ১৭ বছর বিএনপি হত্যা, গুম, নির্যাতন সহ্য করে জনগণের অধিকার আদায়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সাথে নিয়েই বিএনপি অংশ নিবে এবং বিজয়ী হবে। পরে এক হাজার দু:স্থ, দরিদ্র, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।