জামালপুরে প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে শাক-সবজি প্রদান

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘প্লাস্টিক দিন, শাক-সবজি নিন’ এই শ্লোগানে জামালপুরে অভিনব উপায়ে অব্যবহৃত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

জামালপুরে প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে শাক-সবজি প্রদান
জামালপুরে প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে শাক-সবজি প্রদান


বিভিন্ন শীতকালীন শাক-সবজির বিনিময়ে এসব প্লাস্টিক বর্জ্য প্রদান করছে স্থানীয়রা। বুধবার দুপুরে পৌর শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায় চাইল্ড ফোরাম ও নগর উন্নয়ন কমিটি এই কর্মসুচির আয়োজন করে।

উন্নয়ন সংঘের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সাব্বির হোসেন রিয়াদের সভাপতিত্বে উন্নয়ন সংঘের প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন, পাথালিয়া নগর উন্নয়ন কমিটির সহ সভাপতি সাঈমা হামজা সিমি, উৎপাদক দলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, চাইল্ড ফোরামের সহ সভাপতি রিমি আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশকে দূষিত করছে ও মাটির উর্বরতা মারাত্মকভাবে হ্রাস করছে। আবার এই প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ফেললেও বায়ূ দূষিত হয়। তাই পরিবেশকে সুন্দর রাখতে গৃহস্থালি ও অন্যান্য কাজে ব্যবহৃত প্লাস্টিকের জিনিস ব্যবহারের পর ফেলে না দিয়ে তা সংরক্ষণ করে পুন:রায় ব্যবহার করা উচিত। তাই এসব ব্যবহার অনুপযোগী বা অতিরিক্ত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তা বিক্রি করার উদ্যোগ নিয়েছে চাইল্ড ফোরাম। প্রত্যেক পরিবারকে প্লাস্টিক বর্জ্য প্রদানে উৎসাহিত করতে প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে প্রতীকী হিসেবে শীতকালীন বিভিন্ন শাক-সবজি প্রদান করার হচ্ছে। সংগৃহীত এসব প্লাস্টিক বর্জ্য বিক্রি করে আর্থিক তহবিল গঠন করা হবে, এই জমাকৃত অর্থ ভবিষ্যতে শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। পরে প্রায় অর্ধশত পরিবারের সদস্যরা বেগুন, শীম, ফুলকপি, কাঁচা মরিচ, মিষ্টি লাউসহ বিভিন্ন শাক-সবজির বদলে প্লাস্টিক বর্জ্য প্রদান করেন। এছাড়াও শিশুদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জীবানুনাশক, তুলা ও সাবান প্রদান করা হয়। এভাবে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top