উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মহল্লার বাসিন্দা বাজার বণিক সমিতির সভাপতি মরহুম আব্দুল কুদ্দুস (৬৭) মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইডি রাজিউন)।
তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী, সাবেক পৌর কমিশনার, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
বুধবার বেলা ১১ টার দিকে কাওয়াক হাসপাতাল মাঠে মরহুমের জানাজা শেষে কাওয়াক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে মারা যান। তার মৃত্যুতে বুধবার সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত পৌরশহরের সকল দোকান-পাট বন্ধ ছিল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।