অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ কবীর: দেশের আইনকে গণমানুষের প্রয়োজনে কাজে লাগানোর জন্য বর্তমান সময়ে যে কজন আইনজীবী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল অন্যতম।
ঐতিহ্যবাহী কাজি ল' চেম্বার এখন জামালপুরে |
আইনাঙ্গনে তিনি ব্যারিস্টার বাদল নামে সমধিক পরিচিত। তিনি অনেক জটিল মামলা পরিচালনা করেছেন এবং করে যাচ্ছেন। আইনের শাসন প্রতিষ্ঠা, গণমানুষের ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য আইনপেশাকে তিনি এবং তাঁর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কাজি ল' চেম্বার মহান ব্রত হিসেবে নিয়েছেন।
কাজি ল' চেম্বার বর্তমান সময়ে দেশের সকল শ্রেণির মানুষের সার্বক্ষণিক আইনিসেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল' ফার্ম। দেশে প্রতিদিনই আইনভঙ্গ বা আইন যথাযথভাবে মানা বা না মানার কারণে বিভিন্ন ইস্যুতে থানা ও বিভিন্ন কোর্টে মামলা হচ্ছে। এই মামলাগুলো পরিচালনা ও আইনিসেবায় অনুসরণীয় অবদান রাখছেন ব্যারিস্টার বাদল এবং তাঁর প্রতিষ্ঠিত কাজি ল' চেম্বার। কাজি ল' চেম্বার ১৯৯৫ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। কাজী ল’ চেম্বার পরিচালনায় রয়েছেন জামালপুরের কৃতী সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজ্ঞ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল (২০০৫)বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট স্বয়ং ব্যারিস্টার মো: বদরুদ্দোজা বাদল।
১৯৮৯ সাল থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সঙ্গে আইনপেশায় নিযুক্ত রয়েছেন তিনি। বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের তিনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব। শিক্ষাগতজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (অনার্স), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল.এম. ও লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএল. বি. (অনার্স) এবং লিংকন্স ইন থেকে বার এট ’ল ডিগ্রি সম্পন্ন করেন। উল্লেখ্য, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মিসেস জীবন নেছা মুক্তি দম্পতির একমাত্র পুত্র অ্যাডভোকেট কাজি জাওয়াদ বদরুদ্দোজাও লিংকস ইন্ থেকে বার এট ল' ডিগ্রি সম্পন্ন করেছেন। একজন প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী হিসেবে তিনি আইনাঙ্গনে পরিচিতি লাভ করছেন।
এদেশের গণতান্ত্রিক অধিকার আন্দোলন-সংগ্রামের সঙ্গে ছাত্রজীবন থেকেই তিনি ওতোপ্রোতোভাবে যুক্ত রয়েছেন। বর্তমান সময়ে দেশের জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বাংলাদেশের আইনাঙ্গনে গঠনমূলক কাজে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখছেন। বর্তমান সরকারকে তিনি নানাভাবে আইনি পরামর্শ ও সহযোগিতা করছেন। এ কাজে তাঁর প্রতিষ্ঠিত কাজি ল' ফার্মও ব্যাপক ভূমিকা পালন করছে। এ ফার্ম দেশবিদেশের বিভিন্ন মামলা পরিচালনা ও নিষ্পত্তির ক্ষেত্রে সাফল্য ও কর্ম দক্ষতার পরিচয় দিচ্ছে। এ কারণে এ ফার্ম সুধিমহলে ব্যাপক প্রশংসা ও স্বীকৃতি লাভ করছে।
জামালপুর শহরের বাইপাস রোড, কাজির আঁখ এলাকায় ব্যারিস্টার বাড়িতে কাজি ল' চেম্বারের শাখা খোলা হয়েছে। বিশ্ব মানের আইনিসেবা নিশ্চিত করতে দেশের সব জায়গায় ও দেশের বাইরে এই চেম্বারের শাখা খোলার পরিকল্পনা রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এই ল' চেম্বার একটি গ্লোবাল ব্র্যান্ড ও সেন্টার ফর এক্সিলেন্স হবে। কাজি ল' চেম্বার নিয়ে স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাপক ও বিস্তৃত পরিসরে গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের নেতৃত্ব স্থানীয় ও আন্তর্জাতিক সুনাম সম্পন্ন কাজি ল' চেম্বার অভিজ্ঞ ব্যারিস্টার ও অ্যাডভোকেটদের সমন্বয়ে গঠিত। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত বাংলাদেশের প্রচলিত আইনে প্রাপ্য অধিকার না পাওয়া পর্যন্ত কাজি ল' চেম্বার অত্যন্ত দক্ষতার সঙ্গে মামলা পরিচালনা করছে। এই ল' চেম্বার প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আর্থিকভাবে অসচ্ছল, অসহায়, বঞ্চিত, নিপীড়িত, মজলুম মানুষদের বিনা ফিতে বা অল্প ফিতে নিরলসভাবে আইনি সহায়তা প্রদান করে যাচ্ছে।
একজন বিদগ্ধ আইনজীবী হিসেবে সমাজ ও রাষ্ট্রে আইনের ভূমিকায় ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও তাঁর কাজি ল’ চেম্বার বর্তমান সময়ে আইনাঙ্গনের অনন্য একটি প্রতিষ্ঠান। কোম্পানি, সমুদ্র বাণিজ্য বা জাহাজ সংক্রান্ত, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত, শ্রম ও ব্যবসা সংক্রান্ত, বিচারিক পর্যালোচনা বা রীট , দেওয়ানি ও ফৌজদারি বিষয়ক, রিয়েল এস্টেট সংক্রান্ত, যৌথ কারবার সংক্রান্ত, ল্যাণ্ড সার্ভে, পারিবারিক বিষয়, সাইবার ও তথ্য প্রযুক্তি, কর্পোরেট, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, প্রশাসনিক ও চাকুরি সংক্রান্ত প্রভৃতি আইনি জটিলতার বিষয়ে মামলা মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে আদালতে ও আদালতের বাইরে কাজি ল' চেম্বার বিশেষ খ্যাতি অর্জন করেছে এবং করে যাচ্ছে। এই অর্জনের প্রধান দাবিদার হলেন ব্যারিস্টার মো: বদরুদ্দোজা বাদল।
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলের নেতৃত্বে কাজি ল' চেম্বারের মাধ্যমে সংবিধানের বিভিন্ন সংশোধনীর মামলাসহ অনেক যুগান্তকারী মামলা পরিচালিত হয়েছে যা দেশ বিদেশের বিভিন্ন ল' জার্নালে প্রকাশিত হয়েছে। এগুলো BCR, BLD, BLR, BLT, BLC, DLR, ALR, PLD সহ দেশবিদেশের বিভিন্ন ল' জার্নালে প্রকাশিত হয়েছে। যেমন: 67DLR (HD) 529, 23 BLT(HD) 537; BLR 2015 (HD) 361, 54 DLR (AD) 30, BLD 22 (AD) 10; BLT 11 (AD) 36, 2 ADC 640, 1 BLR 2016 (AD) 372, 66 DLR (HD) 277, 28 BLC (AD) 2019, 71 DLR (HD) 625, 1BLR 2016 (AD) 372, BLR 2011 (AD) 127, ALR 3 (AD) 168 প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
কাজি ল' চেম্বার, জামালপুর শাখার বিজ্ঞ আইনজীবীদের মধ্যে কয়েকজন হচ্ছেন :
১. ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল) : প্রত্যেক মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার বসেন। তবে জামালপুরবাসীর আইনিসেবার বিশেষ প্রয়োজনে অন্যকোনো নির্ধারিত দিনেও সময় দিয়ে থাকেন।
২. অ্যাডভোকেট মিসেস জীবন নেছা মুক্তি : প্রত্যেক মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার বসেন।
৩. ব্যারিস্টার কাজি জাওয়াদ বদরুদ্দোজা : প্রত্যেক মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবারসহ এলাকাবাসীর বিশেষ প্রয়োজনে আইনিসেবা দিয়ে থাকেন।
৪. অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ কবীর : প্রতিদিন বিকাল ৪ টা হতে রাত ৯ টা পর্যন্ত চেম্বারে ও কোর্ট টাইমে জামালপুর জজ কোর্টে আইনিসেবা দিয়ে থাকেন।
উল্লিখিত ব্যক্তিবর্গের পাশাপাশি জামালপুর আইনজীবী সমিতির একাধিক বিজ্ঞ আইনজীবী কাজি ল' চেম্বারের সাথে যুক্ত রয়েছেন। তারা জামালপুরবাসীকে নিরন্তর আইনিসেবা দিয়ে যাচ্ছেন। কাজি ল' চেম্বার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : www.kazilawchamber.com
যোগাযোগ : 01928478302, 0177438871
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।