শফিকুল ইসলাম: রৌমারীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে সাইদুর রহমান (৩৫) নামের এক ট্রাক্টর চালককে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রৌমারীতে ট্রাক্টর চালকের ছয় মাসের জেল |
শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও।
জানা গেছে দীর্ঘদিন থেকে বন্দবেড় মদাব্যাপারীর ঘাটের মৃত্যু আজিজুল হকের ছেলে সাইদুর রহমান বিভিন্ন কৌশলে ফসলি জমিতে থেকে মাটিকেটে ট্রাক্টর দিয়ে বহন করছিলেন। উপজেলায় প্রায় দুই শতাধিক অবৈধ ট্রাক্টর প্রশাসনের নাকের ডগায় ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় দাপিয়ে চলছে। এতে অতিষ্ট হয়ে পড়ছে এলাকাবসি।
এনিয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও ঘটনাস্থলে যান। পরে মাটি ভর্তি ট্রাক্টর চালককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বহন করার সময়ে সাইদুরকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের জেল দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মাটি ভর্তি ট্রাক্টরটি থানায় আটক রাখা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।