কাজিপুরে পূর্ব কাজিপুর - ছাত্রকল্যাণ পরিষদের যাত্রা শুরু

Seba Hot News : সেবা হট নিউজ
0

আবদুল জলিল : ‘ঐক্য হবে হাতিয়ার,সমাজ হবে সংস্কার; প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজ পরিবর্তনের প্রয়াসে এবং স্বেচ্ছাসেবী মনোভাবের মাধ্যমে অরাজনৈতিক সংগঠন হিসেবে "পূর্বকাজিপুর- ছাত্রকল্যাণ পরিষদ" এর যাত্রা শুরু হয়েছে। 

কাজিপুরে পূর্ব কাজিপুর - ছাত্রকল্যাণ পরিষদের যাত্রা শুরু
কাজিপুরে পূর্ব কাজিপুর - ছাত্রকল্যাণ পরিষদের যাত্রা শুরু


গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ তথ্য নিশ্চিত করেছে।  মুলত  জুলাই-আগষ্ট এর ছাত্র-আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা একত্রিত হয়ে সোস্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হবার চেষ্টা করে। পরবর্তীতে ৭ই আগষ্ট সাংগঠনিক রূপদান করার সিদ্ধান্ত গৃহিত হয়।। সর্বশেষ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার হতে ৩০শে আগষ্ট ২০২৪ ইং আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।  কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ায় ২০ সেপ্টেম্বর  খান মার্কেট, গুলমোড়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়। 

উদ্দেশ্য ও লক্ষ্য: 

"পূর্ব কাজিপুর -ছাত্র কল্যাণ পরিষদ" এর লক্ষ্য ও উদ্দেশ্য মূলত মানবসেবা, জনকল্যাণ ও সচেতনতা সৃষ্টি  সংগঠনের গঠনতন্ত্রে ২২টি ধারা লিপিবদ্ধ আছে। সদস্য প্রত্যাশিগণকে  গঠনতন্ত্র পড়ে ও বুঝে কার্যনির্বাহী পরিষদ বা উপদেষ্টা পরিষদের সদস্যপদ গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।সংগঠনটির বর্তমান সক্রিয়  সদস্য সংখ্যা  ৯১ জন।

সংগঠনটি ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত সুক্ষ্ম ও পরিকল্পিত, সেবামূলক, অরাজনৈতিক ও অলাভজনক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কারো তাবেদারী না করে  মানুষের কল্যাণ সাধনই এর সাথে জড়িতদের উদ্দেশ্য। উপদেষ্টা পরিষদের প্রধান ইঞ্জিনিয়ার এস এম ফরিদুল ইসলাম।  রয়েছে কার্যনির্বাহী পরিষদে একদল নিবেদিতপ্রাণ  ব্যক্তিবর্গ।তাদের উদ্দেশ্য এই সংগঠনের মাধ্যমে  পূর্ব কাজিপুরের মানুষের জীবন যাপনের মধ্যে সৃষ্ট বৈষম্য  ঘুচিয়ে  ছয় ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করা। 

সংগঠনটির গঠনের পর থেকে বেশকিছু সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছে । যেমন:

১। কুমিল্লা,নোয়াখালী বন্যার্তদের সহযোগিতায় ২,লক্ষ ২৯হাজার ৩১০ টাকা প্রদান। ২। মেঘাই-নাটুয়ারপাড়া নৌরুটে অনিয়মের অবসানে ইউএনও ও নৌকা মালিকদের সাথে একাধিক বৈঠক ও প্রতিবাদ।৩। রাস্থা মেরামতে শ্রম ও আর্থিক সহায়তা। ৪। দুস্থ পরিবারে আর্থিক সহায়তা। ৫। শীতার্তদের কম্বল বিতরণ। ৬। রাস্তার পাশে আগাছা দমন। ৭। ''জ্ঞানগৃহ গণগ্রন্থাগার" নামে গণ লাইব্রেরি স্থাপন। ৮.সম্পূর্ণ ফ্রিতে মক্তব চালু করে শিক্ষার্থীদের কোরআন শেখার ব্যবস্থা।

সংগঠনটি চলমান কার্যক্রমগুলো হচ্ছে-  ১। চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। ২। মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন। ৩।  ক্রীড়া প্রতিযোগিতা। ৪।বিতর্ক প্রতিযোগিতা ও সায়েন্সল্যাব স্থাপন ।৫.জরুরী ভিত্তিতে রোগীদের  প্রয়োজনীয় রক্ত সংগ্রহে সহযোগিতা করা। 

এলাকার প্রবীণ মুরুব্বি শাহ নূরুল ইসলাম স্যারকে উক্ত সংগঠনের কার্যক্রম সম্পর্কে  মতামত জানতে চাওয়ায় তিনি বলেন,

 এমন অরাজনৈতিক, অলাভজনক এবং  স্বেচ্ছাসেবী  সংগঠন এলাকায় পূর্বে না থাকায় আমরা সমাজের অনেক কার্যক্রম থেকে পিছিয়ে পড়েছি। বিশেষ করে শিক্ষা,  মানবসেবা,সমাজসেবা,জনসচেতনতা, খেলাধুলা,সংস্কৃতি ইত্যাদি। 

আর যে কথা না বললেই নয়, পূর্ব কাজিপুরের ছয় ইউনিয়নের সাথে যে বৈষম্য তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই সংগঠন। আশা রাখা যায় এই বৈষম্য দূরীকরণে এবং নতুন উপজেলা দাবি আদায়ে এই সংগঠন সর্বোচ্চ ভূমিকা রাখবে।

পরিশেষে সংগঠনটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এসএম ফরিদুল ইসলাম জানান, আমরা বিশ্বাস করি সকল আলোচনা সমালোচনা মাড়িয়ে আমাদের সংগঠন সামনে এগিয়ে যাবে।পূর্ব কাজিপুরের ছয় ইউনিয়নের  বৈষম্য ঘুচিয়ে আলোর বার্তা পৌঁছে  যাবে। পূর্ব কাজিপুরে ছয় ইউনিয়নে নতুন করে স্থাপিত হবে থানা, উপজেলার মতো প্রশাসনিক কাঠামো।ইতোমধ্যে এই সংগঠন   সাধারণ জনগণকে সাথে নিয়ে  পূর্ব কাজিপুরের ছয় ইউনিয়ন (নাটুয়ারপাড়া,চরগিরিশ, খাসরাজবাড়ি, তেকানি,নিশ্চিন্তপুর, মনসুর নগর)  মিলে নতুন উপজেলা "যমুনা" দাবি করে প্রচারণা সহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। 

সর্বশেষ তিনি জানান, গত ১৭ ই জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টা থেকে নতুন উপজেলা "যমুনা"  দাবি আদায় নিয়ে এলাকায়  র্যালি,  লিফলেট বিতরণ ও জনসচেতনতা মূলক আলোচনা সভার কার্যক্রম শুরু হয়েছে। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top