তাহসান খানের দ্বিতীয় বিয়ে: রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: তাহসান খান সাত বছর পর বিয়ে করলেন। আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

তাহসান খানের দ্বিতীয় বিয়ে: রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন
তাহসান খানের দ্বিতীয় বিয়ে: রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন


সাত বছরের বিরতির পর দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও গীতিকার তাহসান খান। গত শনিবার (৪ জানুয়ারি) ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তার জীবনসঙ্গী হলেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট ও উদ্যোক্তা রোজা আহমেদ।

শুক্রবার (৩ জানুয়ারি) তাহসান ও রোজার গায়ে হলুদের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়। ছবি দেখে নেটিজেনরা ভেবেছিলেন এটি হয়তো কোনো মিউজিক ভিডিওর অংশ। তবে শনিবার সন্ধ্যায় তাহসান নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বর-কনের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন,
"কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে; আমার সুরে নাচের মুদ্রায়; সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন; ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?"
এই পোস্টের পর থেকেই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় তাহসানের সামাজিক যোগাযোগ মাধ্যম।

তাহসান জানান, "আমাদের দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। শুভ কাজটি আমরা শান্তিপূর্ণ পরিবেশে শেষ করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন সুন্দরভাবে পথ চলতে পারি।"

তাহসান-রোজার পরিচয়ের গল্প:

তাহসান বলেন, "রোজার সঙ্গে পরিচয় বেশ আগেই। তখন থেকেই কথা হতো। পরবর্তীতে গত বছর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।"

কে এই রোজা আহমেদ?

রোজা আহমেদ একজন খ্যাতনামা উদ্যোক্তা ও আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট। তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেন। বিগত এক দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন।

তাহসান খান প্রথম বিয়ে করেছিলেন ২০০৬ সালে অভিনেত্রী মিথিলা রহমানকে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

তাহসানের এই নতুন জীবনের খবর প্রকাশের পর থেকেই ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই লিখেছেন, "আপনার নতুন জীবনে শান্তি ও সুখ কামনা করি।"




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top