সেবা ডেস্ক: বিপিএলে সিলেট স্ট্রাইকার্স পেল ঘরের মাঠে প্রথম জয়। লিটন দাস ১০০তম ম্যাচে ৭৩ রান করলেও দলকে জেতাতে পারেননি।
সিলেটের প্রথম জয় ১০০তম ম্যাচে কেড়ে নিল লিটনের হাসি |
বিপিএলে লিটন দাসের ১০০তম ম্যাচটি স্মরণীয় হয়ে থাকতে পারত তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে রান খরায় ভোগা লিটন অবশেষে ফর্মে ফিরে এলেন এই ম্যাচে। ৪৩ বলে ৭৩ রানের ইনিংসে মেলে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের কাছে ৩ উইকেটের হার সেই হাসি কেড়ে নেয়।
সিলেটের ঘরের মাঠে প্রথম জয়
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে দুটি ম্যাচে হেরেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে স্থানীয় দর্শকদের হতাশা মুছে দিয়ে এবার তারা পেল মর্যাদাপূর্ণ জয়। ঢাকা ক্যাপিটালসকে ৮ বল বাকি থাকতে ৩ উইকেটে হারিয়ে সিলেট তাদের বিপিএলের প্রথম জয় উদযাপন করে।
লিটনের দারুণ ব্যাটিং
লিটন দাসের ইনিংস শুরু হয় চাপের মধ্যে। ওপেনার তানজিদ হাসান প্রথম ওভারেই আউট হলে লিটনের ওপর দায়িত্ব বাড়ে। কিন্তু তিনি মুনিম শাহরিয়ারের সঙ্গে ১২৯ রানের দারুণ এক জুটি গড়েন। লিটনের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি এবং একটি ছক্কার মার। ২৯ বলে ফিফটি পূর্ণ করা লিটন শেষ পর্যন্ত ৭৩ রান করে আউট হন।
মুনিম শাহরিয়ারও ছিলেন আক্রমণাত্মক। ৪৭ বলে ৫২ রান করেন তিনি। পরে সাব্বির রহমান মাত্র ১০ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে ঢাকার রান ১৯৩-এ পৌঁছে দেন।
সিলেটের জয়ের নায়ক জাকির ও আরিফুল
১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের শুরুটা ছিল ধীরগতির। তবে তিনে নামা জাকির হাসানের ২৭ বলে ৫৮ রানের ইনিংস দলকে লড়াইয়ে রাখে। শেষদিকে অধিনায়ক আরিফুল হক (১৫ বলে অপরাজিত ২৮ রান) অসাধারণ ইনিংস খেলে সিলেটকে জিতিয়ে দেন।
সিলেট স্ট্রাইকার্সের এই জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে তারা গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট অর্জন করে। আর ঢাকার জন্য এটি টানা ষষ্ঠ পরাজয়, যা তাদের অবস্থান আরও কঠিন করে তুলল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।