লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে মিনার আল- হিকমাহ ইন্টারন্যাশনাল মাদরাসা ও সূর্যমূখী বিদ্যাপীঠ ইংলিশ ভার্সন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(০৪জানুয়ারী) পৌর শহরের রেল গেইট সংলগ্ন সূর্যমূখী বিদ্যাপীঠ পরিচালিত নব উদ্যমে যাত্রা এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম -সেবা। এ উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গনে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আঃ খালেকের সভাপতিত্বে এতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী,ফরমোনিক গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু হানিফ প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় অবঃ প্রধান শিক্ষক ইদ্রিস আলী আকন্দ,আল সুবাহানি ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলার পরিচালক আমিরুল ইসলাম,রেডিয়েন্ট ইমপ্লয়মেন্ট ম্যানেজিং পাটনার ও সিও একে রকিব,প্রধান শিক্ষক খোরশেদ আলম,ব্যবসায়ী আবু সাইদ বিপ্লব,সোয়াইব ইসলাম,জাকিউর রহমান বুলবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।