সেবা ডেস্ক: সৌদি সরকার ওমরাহ যাত্রীদের জন্য ৫টি টিকা বাধ্যতামূলক করেছে। মেনিনজাইটিস, পোলিও, করোনা, ইয়েলো ফিভার ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা আবশ্যিক।
ওমরাহ যাত্রীদের ৫ টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার |
চলতি বছর থেকে ওমরাহ যাত্রীদের জন্য ৫টি টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। এ টিকাগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা।
সৌদি সরকারের বিজ্ঞপ্তি
সোমবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (GACA) জানিয়েছে, ২০২৫ সাল থেকে ওমরাহ ও হজ যাত্রীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং সৌদির সরকার কর্তৃক অনুমোদিত ৫টি রোগের টিকা বাধ্যতামূলকভাবে নিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:
- মেনিনগোকোকাল মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের যাত্রীদের জন্য বাধ্যতামূলক।
- পাকিস্তান, নাইজেরিয়া এবং আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও টিকা বাধ্যতামূলক।
- অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীত জ্বরের টিকা আবশ্যক।
সৌদি সরকার আরও জানিয়েছে, ধনুষ্টংকার, হাম এবং অন্যান্য সংক্রামক রোগের টিকার ডোজ সম্পন্ন করাও গুরুত্বপূর্ণ। যাত্রীরা টিকা সংক্রান্ত সনদপত্র সঙ্গে রাখবেন। দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য টিকা সনদের পাশাপাশি নিজের শারীরিক অবস্থার বিবরণ এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সৌদির এই পদক্ষেপ ওমরাহ ও হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘ ভ্রমণের কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। ফলে এই নির্দেশনা যাত্রীদের ব্যক্তিগত ও সমষ্টিগত সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।