সাজিদ মাহমুদ প্রামানিকের গান: একটি সংক্ষিপ্ত আলোচনা

Seba Hot News : সেবা হট নিউজ
1

শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান: বর্তমান সময়ের একজন জনপ্রিয় গীতকবি সাজিদ মাহমুদ প্রামানিক। চলমান শতকের শুরুর দিকে তাকে একজন গীতকবি হিসেবে আবির্ভূত হতে দেখি। সাজিদ মাহমুদ প্রামানিকের দেশাত্ববোধক ও প্রেমের গানগুলো অসাধারণ বাণী নির্ভর গান। 

সাজিদ মাহমুদ প্রামানিকের গান একটি সংক্ষিপ্ত আলোচনা
সাজিদ মাহমুদ প্রামানিক


সঙ্গীত চিরন্তন। সঙ্গীত মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানব মনের মানসিকবৃত্তি উন্নয়নে সঙ্গীতের ভূমিকা অপরিসীম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে বলেছেন, “কবিতা যেমন মনের ভাষা, সঙ্গীতও তেমনি ভাবের ভাষা। প্রকাশের তারতম্যে একটি কবিতা অপরটি গান।” গান আমরা সবাই শুনি। আমাদের হৃদয়ের উপলব্ধি-অনুভূতি, আশা-নিরাশা, প্রেম-ভালবাসা, সুখ-দুঃখের প্রকাশ গানের ভিতর দিয়েই। গান আমাদের ভালো লাগে; হৃদয়ে গেঁথে থাকে। 

বাংলা গান বাংলাদেশের অতি-প্রাচীন সম্পদ। বাংলা গানের একটা গৌরবময় ইতিহাস আছে। সেই ইতিহাস আমাদের দেশের শিক্ষা-সংস্কৃতি- বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে নিয়ে গড়ে উঠেছে। নানা বিবর্তনের পথ বেয়ে বাংলা গান সামনের দিকে অগ্রসর হয়েছে। বৌদ্ধ যুগের চর্যাগীতি, বৈষ্ণবের কবিতা, রবীন্দ্র-নজরুলের গীতসম্ভার, লালনের পদাবলির ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের আধুনিক বাংলা গান।

আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠত্বের বিচারে বিশ শতকের ষাটের দশক এবং স্বাধীনতার পর আশির দশক সোনালি সময়। এই দশকেই আধুনিক বাংলা গানের ভুবনে উজ্জ্বল বর্ণাঢ্য গীতিকবিদের আমরা  পেয়েছি। ড. আবু হেনা মোস্তফা কামাল, ড. মোহাম্মদ মনিরুজ্জামান, খান আতাউর রহমান, মাসুদ করিম, গাজী মাজহারুল আনোয়ার, কেজি মোস্তফা, ফজল-এ-খোদা, মোহাম্মদ রফিকুজ্জামান, নজরুল ইসলাম বাবু প্রমুখ অন্যতম। স্বাধীনতার পর নব্বই দশকে আধুনিক গানে একটা বিরাট পরিবর্তন আসে এবং আধুনিক গানে নতুন ব্যঞ্জনা সৃষ্টি করে। 

বর্তমান সময়ের একজন জনপ্রিয় গীতকবি সাজিদ মাহমুদ প্রামানিক। চলমান শতকের শুরুর দিকে তাকে একজন গীতকবি হিসেবে আবির্ভূত হতে দেখি। সাজিদ মাহমুদ প্রামানিকের দেশাত্ববোধক ও প্রেমের গানগুলো অসাধারণ বাণী নির্ভর গান। 


সাজিদ মাহমুদ প্রামানিক জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সমৃদ্ধ জনপদ পলিশা গ্রামের দারোগা বাড়িতে ১৯৭৬ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ দলিল উদ্দিন প্রামানিক ও মাতার নাম ছালেহা বেগম। তিনি পলিশা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে এসএসসি  এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্সসহ মাষ্টার্স পাস করে বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় কর্মরত। 

ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখির সাথে জড়িত। বিশেষ করে গান রচনা তাঁর নেশা। যার ফলশ্রুতিতে তিনি ১৫/১০/২০০০ ইং তারিখে বাংলাদেশ বেতারে "গীতিকার" হিসেবে তালিকাভুক্ত হন। বেতারে তাঁর লেখা অনেক গান রেকর্ড হয়েছে এবং নিয়মিত প্রচার হচ্ছে। বেতারে তালিকাভুক্তির আগেই তাঁর লেখা গান অডিও অ্যালবামে বাণীবদ্ধ হয়। 

শিল্পী এস এম শরৎ-এর "এক ফোঁটা বিষ" নামক অ্যালবামে প্রথম সাজিদ মাহমুদ প্রামানিকের লেখা তিনটি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে রবি চৌধুরী, খালিদ হাসান মিলু, মনির খান ও মনি কিশোরের মিক্সড অ্যালবাম "ভালোবেসে সুখ নেই" এবং মনির খান, এন্ড্ররু কিশোর , এস ডি রুবেল ও এস এম শরৎ-এর মিক্সড অ্যালবাম "ভালোবেসে ভুল করেছি" তে গান লিখে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। 

২০০০ সালে তার লেখা এস এম শরতের কন্ঠে "অবিশ্বাসের আগুনে বিশ্বাসের ঘর পুড়েছ তুমি" গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 

বাংলাদেশের প্রথিতযশা অনেক শিল্পী বিশেষ করে সৈয়দ আব্দুল হাদী, মোঃ রফিকুল আলম, শফি মন্ডল, মনি কিশোর,  এস ডি রুবেল, সুমনা বর্ধন, রাজিব, অনুপমা মুক্তি,চম্পা বণিক, নিশিথা বড়ুয়া, মুহীন খান, ইউসুফ আহমেদ খান,অপু আমান, এস এম শরৎ প্রমুখ শিল্পী তার লেখা গানে কন্ঠ দিয়েছেন। 

তার লেখায় সুর সংযোজনা ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রবীণ সুরকার মোঃ শাহনেওয়াজ, মোঃ ইসহাক, লোকমান হাকিম,  দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আবু বকর সিদ্দিক,শিবু রায়, আজাদ মিন্টু, সৈয়দুল হক, এস এম আঃ আওয়াল, অশোক পাল,সাদেক আলী, স.ম খায়রুল ইসলাম, মনি জামান,কাজী দেলোয়ার হোসেনসহ সমসাময়িক অনেকে। সাজিদ মাহমুদ প্রামানিক বাংলাদেশ বেতারে তিনটি গীতিনকশার গ্রন্থনা ও গীত রচনা করেছেন। 

গীতিনকশা তিনটি হলো :

মহান বিজয় দিবস উপলক্ষ্যে "রক্ত দিয়ে কেনা বিজয়" সুর ও সঙ্গীত সৈয়দুল হক।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে "নতুনের বীণায়" 

সুর ও সঙ্গীত অশোক পাল।

পবিত্র আশুরা উপলক্ষ্যে "অশ্রু সজল কারবালা" 

সুর ও সঙ্গীত আবু বকর সিদ্দিক।

গীতি নকশাগুলোতে ১৬টি গান বাণীবদ্ধ হয়েছে। গান রচনার পাশাপাশি তিনি কবিতাও লিখে থাকেন।

প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান ২১ জন শুদ্ধ গীতিকবি রচয়িতাদেরকে নিয়ে "আমরা একুশ" নামে একটি অনলাইন পেইজ খুলেছেন। সাজিদ মাহমুদ প্রামানিক উক্ত গীতিকবি রচয়িতাদের একজন।

এই প্রবন্ধে সাজিদ মাহমুদ প্রামানিকের বিশেষভাবে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন প্রচার মাধ্যমে রেকর্ডকৃত গানের একটি তালিকা উপস্থাপনে প্রয়াস পেয়েছি।


১। গানের কথা : দেশটাকে ভালোবাসি

     শিল্পী : সৈয়দ আব্দুল হাদী

     গীতিকার : সাজিদ মাহমুদ প্রামানিক

     সুর ও সঙ্গীত : অশোক পাল

     রেকর্ড : বাংলাদেশ বেতার, ঢাকা।

     লেবেল : Surela Music


২। গানের কথা : প্রথম প্রেমের স্মৃতি 

     শিল্পী : মো. রফিকুল আলম 

     কথা : সাজিদ মাহমুদ প্রামানিক

     সুর ও সঙ্গীত : কাজী দেলোয়ার হোসেন 

     রেকর্ড : বাংলাদেশ বেতার, ঢাকা।


৩। গানের কথা : প্রেম আছে

     শিল্পী : এস ডি রুবেল

     গীতিকার : সাজিদ মাহমুদ প্রামানিক

     সুর ও সঙ্গীত :  অশোক পাল

     রেকর্ড : বাংলাদেশ বেতার ও বিটিভি,ঢাকা।

     লেবেল : S D Rubel Foundation


৪। গানের কথা : কী করে ভাবলে

      শিল্পী : মনি কিশোর

     গীতিকার : সাজিদ মাহমুদ প্রামানিক

     সুরকার : এস এম শরৎ

     সঙ্গীত : মনি জামান

     অডিও ক্যাসেট : ভালোবেসে সুখ নেই।

     লেবেল : S M Sharat


৫। গানের কথা : অবিশ্বাসের আগুনে

     গীতিকার : সাজিদ মাহমুদ প্রামানিক

     সুর ও শিল্পী : এস এম শরৎ

     সঙ্গীত :  আবিদ রনি

     অডিও ক্যাসেট : তোমারই জন্য কেঁদেছি।

     লেবেল : S M Sharat


৬। গানের কথা : পাঞ্জাতনের রহস্য

      শিল্পী : শফি মন্ডল

     গীতিকার : সাজিদ মাহমুদ প্রামানিক

     সুরকার : মাহফুজ ইমরান

     সঙ্গীত : মহিদুল হাসান মন

      লেবেল : শুদ্ধতা চ্যানেল।


৭। গানের কথা : তেরোশত নদী আজও 

      শিল্পী : রাজীব

      গীতিকার : সাজিদ মাহমুদ প্রামানিক

      সুর ও সঙ্গীত : অশোক পাল

      রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৮।  গানের কথা : মাগো, তোমরা কঁদো না 

      শিল্পী :  চম্পা বণিক

      গীতিকার :  সাজিদ মাহমুদ প্রামানিক

      সুর ও সঙ্গীত :  অশোক পাল

       রেকর্ড :  বাংলাদেশ বেতার ও বিটিভি, ঢাকা।

       লেবেল :  Surela Music


৯। গানের কথা : মুক্তিযুদ্ধ

     গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

     শিল্পীঃ ইউসুফ আহমেদ খান

     সুর ও সঙ্গীতঃ অশোক পাল

     রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।

     লেবেলঃ Surela Music


১০। গানের কথা : স্মৃতির জানালা

     শিল্পী : চম্পা বণিক

     গীতিকার : সাজিদ মাহমুদ প্রামানিক

     সুর ও সঙ্গীত : মো. ইসহাক

     রেকর্ড : বাংলাদেশ বেতার, ঢাকা।


১১। গানের কথা : নতুন দিনের নতুন আশায়

        শিল্পী : রাজিব ও নিশিতা বড়ুয়া

        গীতিকার : সাজিদ মাহমুদ প্রামানিক

         সুর ও সঙ্গীত : অশোক পাল

         রেকর্ড : বাংলাদেশ বেতার, ঢাকা।

         লেবেল : Surela Music


১২। গানের কথা : ফিরে ফিরে আসে

        শিল্পী : অপু আমান

        গীতিকার : সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও সঙ্গীত : অশোক পাল

        রেকর্ড : বাংলাদেশ বেতার, ঢাকা।


১৩। গানের কথা : একুশ আমার

        শিল্পী : অনামিকা মুক্তি

        গীতিকার : সাজিদ মাহমুদ প্রামানিক 

        সুর ও সঙ্গীত : এস এম আঃ আউয়াল 

        রেকর্ড : বাংলাদেশ বেতার, ঢাকা।


১৪। গানের কথা : তোরা ঢোল বাজা খোল বাজা

        শিল্পী : চম্পা বণিক

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও সঙ্গীতঃ অশোক পাল

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


১৫। গানের কথাঃ বাংলাদেশের মাটির কণায়

        শিল্পীঃ নিশিতা বড়ুয়া

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও সঙ্গীতঃ অশোক পাল

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


   ১৬। গানের কথাঃ স্বাধীন স্বদেশ ভূমি 

           শিল্পীঃ মুহিন খান ও চম্পা বণিক 

           কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

           সুর ও সঙ্গীতঃ শিবু রায় 

           রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


১৭। গানের কথাঃ এখনো ফাগুন আসে 

       শিল্পীঃ চম্পা বণিক 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুর ও সঙ্গীতঃ টিপু সুলতান বাবর 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


১৮। গানের কথাঃ মহাকাব্য 

       শিল্পীঃ সুমনা বর্ধন 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুর ও সঙ্গীতঃ লোকমান হাকিম 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


১৯। গানের কথাঃ তুমি যখন গল্প বলো 

        শিল্পীঃ কামাল আহমেদ ও মিমি আলাউদ্দিন

        কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও সঙ্গীতঃ অশোক পাল 

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


২০। গানের কথাঃ হাঁটি হাঁটি পায়ে পায়ে

       শিল্পীঃ সমবেত কন্ঠ 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুর ও সঙ্গীতঃ আজাদ মিন্টু 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


২১। গানের কথাঃ যে দেশে ভ্রমর কথা বলে 

       শিল্পীঃ সীমা রেখা 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুর ও সঙ্গীতঃ সাদেক আলী 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


২২। গানের কথাঃ আমার ভায়ের আমার মায়ের 

       শিল্পীঃ খালেদ মুন্না 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুর ও সঙ্গীতঃ দীপক কুমার দে 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


 ২৩। গানের কথাঃ যে নদী কূল, না ভেঙে

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ এস এম শরৎ

        সুর ও সঙ্গীতঃ মনি জামান

        অডিও ক্যাসেটঃ এক ফোঁটা বিষ।

        লেবেলঃ S M Sharat


২৪। গানের কথাঃ কোন হরফের কী যে মর্ম

       গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       শিল্পীঃ রাজু মণ্ডল

       সুরঃ ফারদিন খান

       সঙ্গীতঃ শিবলী মাহমুদ

       লেবেলঃ পপি মাল্টিমিডিয়া।


২৫। গানের কথাঃ না করলে ধ্যান 

       গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       শিল্পীঃ রাজু মণ্ডল

       সুরঃ ফারদিন খান

       সঙ্গীতঃ শিবলী মাহমুদ

       লেবেলঃ পপি মাল্টিমিডিয়া।

       

 ২৬।  গানের কথাঃ নিশ্চিত মরণ থেকে

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও শিল্পীঃ এস এম শরৎ

        সঙ্গীতঃ মনি জামান

        অডিও ক্যাসেটঃ এক ফোঁটা বিষ 

        লেবেলঃ S M Sharat


  ২৭। গানের কথাঃ তুমি ভুলে যাওয়াকে

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও শিল্পীঃ এস এম শরৎ

        সঙ্গীতঃ মনি জামান

        অডিও ক্যাসেটঃ এক ফোঁটা বিষ।

        লেবেলঃ S M Sharat


২৮। গানের কথাঃ বুকের পাঁজর ভেঙে

       গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও শিল্পীঃ এস এম শরৎ

       সঙ্গীতঃ মনি জামান

       অডিও ক্যাসেটঃ ভালোবেসে ভুল করেছি।

       লেবেলঃ S M Sharat


২৯। গানের কথাঃ যে বুঝেছে প্রেম হলো

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও শিল্পীঃ এস এম শরৎ

        সঙ্গীতঃ শেফাল শিং

        অডিও ক্যাসেটঃ ইটের ভাটার মত।

        রেকর্ডঃ বাংলাদেশ টেলিভিশন 

        লেবেলঃ S M Sharat


৩০। গানের কথাঃ দম থাকতেই দমের ঘরে

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও শিল্পীঃ শামসুল আলম বয়াতী

        সঙ্গীতঃ মায়া

        লেবেলঃ শুদ্ধতা চ্যানেল।


৩১। গানের কথাঃ জোনাকির আলোর মত

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ মোঃ হুমায়ুন

        সুর ও সঙ্গীতঃ মনি জামান

        অডিও ক্যাসেটঃ মিছে সান্ত্বনা।

        ইউটিউবঃ সায়াহ্ন সঙ্গীত।


৩২। গানের কথাঃ আমি ধরণীর তরণী বেয়ে

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ লিটন মাহমুদ

        সুর ও সঙ্গীতঃ দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৩৩। গানের কথাঃ আমার জীবনে তুমি

       শিল্পীঃ মতিউর রহমান

       গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও সঙ্গীতঃ মোঃ শাহনেওয়াজ

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৩৪। গানের কথাঃ জীবনের কবিতায়

        শিল্পীঃ ওবায়দুর রহমান

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও সঙ্গীতঃ স ম খায়রুল ইসলাম

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৩৫। গানের কথাঃ কাঁটার আঘাত যদি সইতে

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ শিরিন আক্তার চন্দনা

         সুর ও সঙ্গীতঃ অশোক পাল

         রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৩৬। গানের কথাঃ আমার সত্তায় অনুভবে

       গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       শিল্পীঃ তাসমি বিনতে তারেক

       সুর ও সংগীতঃ এস এম আব্দুল আউয়াল

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৩৭। গানের কথাঃ কষ্টের পৃথিবীতে

       গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও শিল্পীঃ এস এম শরৎ

       সঙ্গীতঃ মনি জামান

       এলবামঃ দুঃখ আমাকে কাঁদায়।


৩৮। গানের কথাঃ ভালোবাসার মরণ

       গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও শিল্পীঃ  মোঃ হুমায়ুন

       সঙ্গীতঃ মহিদুল হাসান মন

      ইউটিউবঃ শুদ্ধতা চ্যানেল।


৩৯। গানের কথাঃ চলে যাবে চলে যাও

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও শিল্পীঃ  মোঃ হুমায়ুন

        সঙ্গীতঃ মহিদুল হাসান মন

        ইউটিউবঃ সায়াহ্ন সঙ্গীত।


৪০। গানের কথাঃ আশার প্রদীপ

       গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       শিল্পীঃ আব্দুল জব্বার প্রামানিক

       সুরঃ মাহফুজ ইমরান

       সঙ্গীতঃ মুশফিক লিটু

       ইউটিউবঃ শুদ্ধতা চ্যানেল।


৪১। গানের কথাঃ চাঁদকে আর চাঁদ মনে হয় না

      শিল্পীঃ মোঃ হুমায়ুন

      গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

      সুর ও সঙ্গীতঃ মনি জামান

      ক্যাসেটঃ মিছে সান্ত্বনা।


৪২। গানের কথাঃ বৈশাখের আগমনী গানে

        শিল্পীঃ সমবেত কন্ঠ

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও সঙ্গীতঃ অশোক পাল

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৪৩। গানের কথাঃ  নববর্ষের নব প্রেরণায়

        শিল্পীঃ সমবেত কন্ঠ

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        সুর ও সঙ্গীতঃ অশোক পাল

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৪৪। গানের কথাঃ কদম কেয়ার ভেজা গন্ধে 

       শিল্পীঃ অনিন্দিতা সাহা অথি 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুর ও সঙ্গীতঃ রুহেল খন্দকার

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৪৫। গানের কথাঃ জীবন দিয়ে রাখল যারা 

       শিল্পীঃ সমবেত কন্ঠ 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও সঙ্গীতঃ মোঃ ইসহাক 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৪৬। গানের কথাঃ মাতৃভাষা বাংলা আমার 

       শিল্পীঃ সমবেত কন্ঠ 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও সঙ্গীতঃ মোঃ ইসহাক 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার,ঢাকা।


৪৭। গানের কথাঃ লক্ষ প্রাণের বিনিময়ে 

       শিল্পীঃ সমবেত কন্ঠ 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুর ও সঙ্গীতঃ শিবু রায় 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার,ঢাকা ।


৪৮। গানের কথাঃ বাংলাদেশকে স্বাধীন করতে 

        শিল্পীঃ সমবেত কন্ঠ 

        কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

        সুর ও সঙ্গীতঃ শিবু রায় 

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার,ঢাকা।


৪৯। গানের কথাঃ ঈদের খুশিতে 

       শিল্পীঃ সমবেত কন্ঠ 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও সঙ্গীতঃ উত্তম কুমার রায় 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


 ৫০। গানের কথাঃ এসো ভাই এসো বোন

         শিল্পীঃ সমবেত কন্ঠ 

         কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

         সুর ও সঙ্গীতঃ উত্তম কুমার রায় 

         রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৫১। গানের কথাঃ ভালোবাসার ঋণে 

       শিল্পীঃ সমবেত কন্ঠ 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও সঙ্গীতঃ আব্দুর রাজ্জাক 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।



৫২। গানের কথাঃ চারিদিকে আহাজারি 

        শিল্পীঃ মহসেনা বেগম 

        কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

        সুরকারঃ আবু বকর সিদ্দিক

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৫৩। গানের কথাঃ মহরমের দশ তারিখে 

        শিল্পীঃ তাহরিমা বতুল

        কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

        সুরকারঃ আবু বকর সিদ্দিক 

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা ।


৫৪। গানের কথাঃ চন্দ্র সূর্য গ্রহ তারা

       শিল্পীঃ মোঃ শোয়েব 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুরকারঃ আবু বকর সিদ্দিক 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার,ঢাকা ।


৫৫। গানের কথাঃ কেমন করে ভুলবো বল

        শিল্পীঃ গোলাম মোস্তফা 

        কথা সাজিদ মাহমুদ প্রামানিক 

        সুরকারঃ আবু বকর সিদ্দীক 

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৫৬। গানের কথাঃ নূর নবীজির প্রিয় নাতি

       শিল্পীঃ আন্জুমান আরা শিমুল 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুরকারঃ আবু বকর সিদ্দীক 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৫৭। গানের কথাঃ যার প্রেমেতে 

       শিল্পীঃ বাবু সরকার 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুরকারঃ আবু বকর সিদ্দিক 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৫৮। গানের কথাঃ তোমার মুখের আয়নাতে

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ মহসিন মিজি

        সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী 

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার।

    

৫৯। গানের কথাঃ আমার চোখের পাতায় 

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ মানসী সাধু

        সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, কুমিল্লা।


৬০। গানের কথাঃ ছবির মত দেশটি আমার

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ সমবেত কন্ঠ

        সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, কুমিল্লা।


৬১। গানের কথাঃ এই কি তোমার

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ মাইনুল ইসলাম রাজু

        সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, রাজশাহী।


৬২। গানের কথাঃ বিরহই যদি হয়

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ ওয়াহেদুর রহমান

        সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, রাজশাহী।


৬৩। গানের কথাঃ কাঁচের মতন মনটা যদি

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ সাইয়িদা রুবিনা

        সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, রাজশাহী।


৬৪ গানের কথাঃ আকাশ হয়েছে নীল

        গীতিকারঃ সাজিদ মাহমুদ প্রামানিক

        শিল্পীঃ মাইনুল ইসলাম রাজু

        সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী

        রেকর্ডঃ বাংলাদেশ বেতার, রাজশাহী।


৬৫। গানের কথাঃ আমার মনে হয় 

       সুর ও শিল্পীঃ উজ্জ্বল দাস গুপ্ত

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, সিলেট ।


৬৬। গানের কথাঃ আমি বহুবার 

       সুর ও শিল্পীঃ উজ্জ্বল দাস গুপ্ত

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, সিলেট ।


৬৭। গানের কথাঃ তোমার গাওয়া গান

       শিল্পীঃ উজ্জ্বল দাস গুপ্ত 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

      সুরকারঃ মোঃ হুমায়ুন 

      রেকর্ডঃবাংলাদেশ বেতার,সিলেট ।


৬৮। গানের কথাঃ তোমার চোখের অশ্রু 

       শিল্পীঃ উজ্জ্বল দাস গুপ্ত 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুরঃ সজল দাস 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার,সিলেট।


৬৯। গানের কথাঃ তুমি আছো বলে

       শিল্পীঃ এটিএম আশরাফ হোসেন

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুরকারঃ এসে এমন শরৎ

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৭০। গানের কথাঃ অনেক সময় এ জীবন হতে 

       শিল্পীঃ এটিএম আশরাফ হোসেন

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুরকারঃ সঞ্জীব চক্রবর্ত্তী

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, ঢাকা।


৭১। গানের কথাঃ আমি গান করি তাই 

       শিল্পীঃ শম্পা রানী দে 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, কুমিল্লা।


৭২। গানের কথাঃ কোন অভিযোগ নেই 

       শিল্পীঃ শিউলি রায় 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, কুমিল্লা।


৭৩। গানের কথাঃ তুমি যদি চাও 

       শিল্পীঃ মোঃ কামাল উদ্দিন

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক

       সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, কুমিল্লা ।


৭৪। গানের কথাঃ কি করে ভুলবো

       শিল্পীঃ সঞ্চিতা চক্রবর্ত্তী 

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার,কুমিল্লা ।


৭৫। গানের কথাঃ কাঁচের মত মনটা ভেঙে 

       শিল্পীঃ সাইয়িদা রুবিনা

       কথাঃ সাজিদ মাহমুদ প্রামানিক 

       সুর ও সঙ্গীতঃ সঞ্জীব চক্রবর্ত্তী 

       রেকর্ডঃ বাংলাদেশ বেতার, রাজশাহী।


সাজিদ মাহমুদ প্রামানিক জামালপুরের গর্ব, বাংলাদেশের গর্ব। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল।


লেখক : প্রাবন্ধিক ও গবেষক।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

  1. জনাব সাজিদ আমার খুব প্রিয় ব্যক্তি, সে শিক্ষক হিসেবেও সুনাম অর্জন করেছেন। আমি সাজিদের সার্বিক মঙ্গল কামনা,

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top