সেবা ডেস্ক: সাব্বির রহমানের ৩৩ বলে ৮২ রানের ঝড়ো ইনিংসও ঢাকার পরাজয় ঠেকাতে পারল না। চিটাগং কিংস ৫ উইকেটে করা ১৭৭ রান মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে গেল।
সাব্বিরের বিধ্বংসী ৮২ রান, তবুও চিটাগংয়ের কাছে হার ঢাকা। ছবি: প্রথম আলো |
ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমান আজ দেখালেন নিজের পুরোনো রূপ। কিন্তু তাঁর বিস্ফোরক ইনিংসও ঢাকার পরাজয় ঠেকাতে পারেনি।
সোমবার সিলেটে ঢাকা ক্যাপিটালসের প্রথম দিনের অনুশীলনে কোচ খালেদ মাহমুদ স্পষ্ট বলেছিলেন, সাব্বিরকে আগের দুই ম্যাচের দলে রাখা হয়নি শৃঙ্খলার কারণে। তবে তিনি জানান, একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে দলের আস্থা সাব্বিরের ওপর এখনও রয়েছে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই আস্থার চমৎকার প্রতিদান দিয়েছেন সাব্বির।
চিটাগং কিংসের বিপক্ষে মাত্র ৩৩ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সাব্বির রহমান। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি ছক্কা এবং ৩টি চারের মার। সাব্বিরের এই ইনিংসে একসময় মনে হচ্ছিল, হয়তো এবার ঢাকা টানা পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসবে।
৫ উইকেটে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ঢাকা ক্যাপিটালস। কিন্তু চিটাগং কিংসের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী প্রমাণিত হয়। তারা মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে তিন বল বাকি থাকতে।
ঢাকার জন্য বড় ধাক্কা ছিল বোলিং ইউনিটের ধারাবাহিক ব্যর্থতা। আজও বোলাররা প্রয়োজনীয় ব্রেকথ্রু এনে দিতে পারেনি। বিশেষ করে চিটাগং কিংসের ওপেনারদের ঝোড়ো শুরুর পর মধ্যকার ব্যাটসম্যানদের কার্যকর ব্যাটিং ঢাকাকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
ঢাকা ক্যাপিটালস এখনো পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি। দলের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে সমন্বয়ের অভাব। কোচ খালেদ মাহমুদের কথায়, ‘আমরা ভালো খেলোয়াড়দের সঙ্গে দল গড়েছি, কিন্তু একসঙ্গে পারফর্ম করতে না পারলে ম্যাচ জেতা কঠিন।’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।