শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যবই পাচারকালে গোয়েন্দা শাখার এসএসআই এর সদস্য দের সংবাদের ভিত্তিতে জব্দ করেন শেরপুর থানার পুলিশ ।
রৌমারীর সরকারি পাঠ্যবই শেরপুরে জব্দ আটক-২ |
এসময় মাইদুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করা হয়। পরে আটককৃত যুবকের তথ্যনুসারে রৌমারী উপজেলা মাধ্যমিক কার্যালয়ের জামাল উদ্দিন নামের এক নৈশ্য প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রৌমারী থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জানুয়ারী) দিনগত রাত শেরপুর জেলার সদর উপজেলায়।
উপজেলা মাধ্যমিক অফিস সুত্রে জানা গেছে, নতুন বছরের প্রথমদিনে মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ করা হয়। নতুন বছরের মাধ্যমিক স্তরের অষ্টম,নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই বিতরণ শেষ হলেও গোপনে দুই হজার বই পাচারের সময়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের সংবাদে শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। ঐ সময় পিকাপভ্যান ভর্তি মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার পাঠ্যবই জব্দ করা হয়। শেরপুরে আটক মাইদুল ইসলাম চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর গ্রামের হারেজ আলীর ছেলে ও রৌমারীতে আটক জামাল উদ্দিন যশোর জেলার কতোয়ালী থানার জগমহনপুর গ্রামের সমসের আলী বিশ্বাসের ছেলে বলে জানা যায়।
এবিষয়ে রৌমারী উপজেলার একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন বলেন, পাঠ্যবই রাখার গোডাউনের চাবি আমাদের অফিসের নৈশ্য প্রহরী জামাল উদ্দিনের কাছে থাকে। কিভাবে বইগুলো পাচার হলো আমি জানি না। আমি অসুস্থ্যতাজনিত কারেন রংপুর হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছি। তবে শুনেছি পাচার হওয়া ২ হাজার বই জব্দ হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) কামরুল ইসলাম বলেন, আমি গতকাল রৌমারীতে যোগদান করেছি। আমি জানতে পারলাম প্রায় ২ হাজার পাঠ্যবই পাচারকালে শেরপুর জেলায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে। মাধ্যমিক কার্যালয়ের নৈশ্য প্রহরী জামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রৌমারী থানার পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, শেরপুর জেলা পুলিশ সুপার রৌমারী থেকে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যবই পাচারকালে আটক করার বিষয়ে আমাকে জানিয়েছে। পরে রৌমারী উপজেলা চত্তর থেকে নৈশ্য প্রহরী জামাল উদ্দিন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এ বিষয়ে শেরপুর থেকে একটি তদন্তটিম এসে তাকে জিজ্ঞাসাবাদ করবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।