কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব আয়োজন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের প্রস্তুতিমূলক সভা |
সোমবার বেলা এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু, কিশোর ও তরুণদের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলম, সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।